রীতেশ, জয়প্রকাশকে সাসপেন্ড বিজেপির! তিওয়ারি বললেন ‘নাকখত দিয়ে দলে ফেরাবে’
1 min readরীতেশ, জয়প্রকাশকে সাসপেন্ড বিজেপির! তিওয়ারি বললেন ‘নাকখত দিয়ে দলে ফেরাবে’
সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, রীতেশ তিওয়ারি আর জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের যে তদন্ত শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে তাঁদের বরখাস্ত করা হচ্ছে। দলবিরোধী মন্তব্যের জেরে গতকালই রীতেশ তিওয়ারি আর জয়প্রকাশ মজুমদারকে শো-কজ করেছিল রাজ্য বিজেপি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হল দল থেকে।গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুযায়ী এই কাজ করা হয়েছে বলা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে সাসপেন্ডের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রীতেশ তিওয়ারি।
তিনি বলেন, যাঁরা রাজ্য বিজেপিকে কুক্ষিগত করে রেখেচে, তারাই নাকখত দিয়ে আমায় আবার দলে ফেরত্ নেবে। যখন বাংলায় বিজেপির ‘ব’ ছিল না তখন থেকে আমি এই পার্টি করি। আমি দল ছেড়ে কোথাও যাচ্ছি না। এরাই আবার আমায় ফেরাবে। বাংলা বিজেপিতে সম্প্রতি একাধিক নেতার গলায় শোনা গেছে ‘বিদ্রোহী’ সুর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর থেকে শুরু করে অশোক কীর্তনিয়া, সায়ন্তন বসুরা দলের একাংশের নেতৃত্ব নিয়ে বিক্ষুব্ধ, তা পরিষ্কার। সেই দলেই রয়েছেন জয়প্রকাশ আর রীতেশও। দলের বিরুদ্ধে প্রকাশ্যে বা ঘনিষ্ঠ মহলে তাঁদের নানা মন্তব্য করতে শোনা গেছে। এমনকি আলাদাভাবে পিকনিকেও হাজির ছিলেন তাঁরা। দলবিরোধী মন্তব্যের অভিযোগেই বরখাস্ত করা হল দুই গেরুয়া নেতাকে। গতকাল রীতেশ জানিয়েছিলেন, শো-কজের নোটিস তিনি পেয়েছেন, তবে দলবিরোধী কোন মন্তব্য করেছেন তা স্পষ্ট নয়। দলের বাকি বিদ্রোহীদের বার্তা দিতেই কড়া পদক্ষেপ করছে বিজেপি, তেমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।