দুটি পৃথক সভার মধ্য দিয়ে তৃণমূল দলে কালিয়াগঞ্জে বহু মানুষের যোগদান-
1 min readদুটি পৃথক সভার মধ্য দিয়ে তৃণমূল দলে কালিয়াগঞ্জে বহু মানুষের যোগদান-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫ জানুয়ারি: দুটি পৃথক তৃণমূলের দলীয় সভার মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের হাত ধরে কালিয়াগঞ্জ শহর ও গ্রামের বেশ কিছু মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল দলে যোগ দিলেন।এদিন প্রথম সভাটি হয় কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের পালইবাড়ি গ্রামে অঞ্চল তৃণমূলের ব্যবস্থাপনায় ও ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যের উদ্দ্যোগে।উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ,জেলাপরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লকের মহাসচিব বাপ্পা সরকার,
অঞ্চল তৃণমূল সভাপতি জ্ঞানেন্দ্র নাথ রায় পঞ্চায়েত প্রধান নীলিমা রায়,সংখ্যালঘু সেলের সভাপতি খাবির মহম্মদ।এইযোগদান সভায় বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক সমর্থক তৃণমল দলে যোগদান নিতাই বৈশ্যের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন।ঐ দিন সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু বিজেপি নেতা।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি তথা আইনজীবী সুজিৎ সরকার,কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সদস্য কমল ঘোষ,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,সুজিৎ বর্মন সহ বেশ কিছু তৃণমূল নেতা।যোগদান সভায় উত্তর দিনাজপুর তৃণমূল দলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষদের জন্য যে উন্নয়নের কাজ একের পর এক করে যাচ্ছে সেই উন্নয়নের কাজ দেখে তৃণমূল দল ছাড়া আর কোথাও গিয়ে কোন মানুষের কাজ করতে পারছেনা।তৃণমূল দলে থেকে যে কাজগুলি অন্য কোন দলে গিয়ে করতে পারবেনা।তাই অন্য দলে চুপ চাপ বসে না থেকে যারা কাজ পাগল তারা নিজেদের সমাজসেবার তাগিদেই তৃণমূল দলে আসছে সমাজ সেবার কাজ করবার জন্য। জেলা সভাপতি বলেন সামনেই পৌর সভার ভোট উৎসব আসছে।এই পৌর ভোট উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের বিভিন্ন দল থেকে তৃণমূল দলে আসার জন্য অপেক্ষা করছে।কাজের মানুষদের আমরা অবশ্যই নেব।তবে যারা কাজ করবেনা শুধু দলে শোভা বর্ধন করে চেয়ার নিয়ে থাকবেন তাদের সম্পর্কেও সিধান্ত নেওয়া হবে বলে জানান।