করোনা এড়াতে কালিয়াগঞ্জের সরলা সুন্দরী বিদ্যালয়ে ১৫-১৮ বছর বয়সী ছাত্রছাত্রী টিকাকরন –
1 min readকরোনা এড়াতে কালিয়াগঞ্জের সরলা সুন্দরী বিদ্যালয়ে ১৫-১৮ বছর বয়সী ছাত্রছাত্রী টিকাকরন –
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪ জানুয়ারী:কভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালযের ১৫-১৮ বছরের ছাত্রছাত্রীদের টিকা করন শুরু হয়ে গেল।
কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেব বর্মা জানান মঙ্গলবার তার বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিকাকরুন হয়।
আগামী কালকেও বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিকা দেওয়া হবে।প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মা বলেন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লক এবং চারটি পৌর সভার অধীন বিভিন্ন বিদ্যালয়ের ১৫-১৮বয়সী ছাত্র ছাত্রীদের এই টিকা দেবার কাজ শুরু হয়ে গেল।