ট্রাক্টরের তলায় চাপা পড়ে প্রাণ গেলো এক সাইকেল আরোহীর
1 min readট্রাক্টরের তলায় চাপা পড়ে প্রাণ গেলো এক সাইকেল আরোহীর
কুশমন্ডি থেকে লোকনাথ সরকারের রিপোর্ট। ট্রাক্টরের তলায় চাপা পড়ে প্রাণ গেলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের হারাহার-ইসনাইল পথে। মৃতের নাম লতিফুর রহমান, বয়স ৪২ বছর। রেশন নিয়ে বাড়ি ফিরছিলেন মৃত লতিফুর রহমান। সেই সময় সামনে থেকে দ্রুত গতিতে ছুটে আসছিলেন ঘাতক ট্রাক্টরটি। রাস্তা খারাপ থাকায় নিয়ন্ত্রণ সামলাতে না পেরে লতিফুর রহমানকে পিসে দিয়ি, রাস্তার ধারে
উল্টে যায় ঘাতক ট্রাক্টরটি। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা ১০ নং রাজ্য সড়ক, প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ করেন। ফলে যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে পড়ে বুনিয়াদপুর-রায়গঞ্জ পথের যান চলাচল। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে জান কুশমন্ডি থাকার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেন। আইসি তপন পাল বলেন। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, তার তদন্ত শুরু করছি। কুশমন্ডি থেকে লোকনাথ সরকারের রিপোর্ট।