কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস স্ট্যান্ডের জন্য জমি পরিদর্শনে এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়-
1 min readকালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস স্ট্যান্ডের জন্য জমি পরিদর্শনে এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩ ডিসেম্বর : বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কালিয়াগঞ্জ শহরে রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস স্ট্যান্ড নির্মানের জন্য জমি পরিদর্শন করে গেলেন।চেয়ারম্যান পার্থ প্রতিম বাবু বলেন কালিয়াগঞ্জ শহরে পৌর সভার জমিতে এন বি এস টি সির একটি বাস স্ট্যান্ড ছিল।কিন্তু কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড সেই বাস স্ট্যান্ডটি যে কোন কারনেই হোক বাধ্যতামূলক ভাবে উঠিয়ে দিয়েছিল।
তাই কালিয়াগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের সুবিধার্থে এই শহরে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের আলাদা একটি বাস স্ট্যান্ড করবার সিধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন জেলা পরিষদের পরিত্যক্ত জমিও দেখলাম।এছাড়াও আরো কয়েকটি প্রস্তাব আমাদের কাছে এসেছে।
।পার্থপ্রতিম রায় বলেন যতদিন রাষ্ট্রীয় পরিবহনের নিজস্ব বাস স্ট্যান্ড না হচ্ছে ততদিন কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের পৌর বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস গুলি যেমন থাকতে পারে এবং সেখান থেকেই গাড়িগুলি যাতায়াত করতে পারে তার জন্য পৌর সভার পৌর প্রসাশক মন্ডলীর সদস্যদের সাথে তিনি কথা বলেছেন।এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন খুব শীঘ্রই কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস স্ট্যান্ডের জন্য জমি পরিদর্শনে এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়-বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কালিয়াগঞ্জ শহরে রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস স্ট্যান্ড নির্মানের জন্য জমি পরিদর্শন করে গেলেন।চেয়ারম্যান পার্থ প্রতিম বাবু বলেন কালিয়াগঞ্জ শহরে পৌর সভার জমিতে এন বি এস টি সির একটি বাস স্ট্যান্ড ছিল।কিন্তু কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড সেই বাস স্ট্যান্ডটি যে কোন কারনেই হোক ২০১২ সালে বাধ্যতামূলক ভাবে উঠিয়ে দিয়েছিল।তাই কালিয়াগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের সুবিধার্থে এই শহরে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের আলাদা একটি বাস স্ট্যান্ড করবার সিধান্ত নেওয়া হয়েছে।পার্থপ্রতিম রায় বলেন যতদিন রাষ্ট্রীয় পরিবহনের নিজস্ব বাস স্ট্যান্ড না হচ্ছে ততদিন কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের পৌর বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস গুলি যেমন থাকতে পারে এবং সেখান থেকেই গাড়িগুলি যাতায়াত করতে পারে তার জন্য পৌর সভার পৌর প্রসাশক মন্ডলীর সদস্যদের সাথে তিনি কথা বলেছেন। যাতে করে পৌর বাস স্ট্যান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস গুলি থাকতে পারে এবং সেখান থেকেই বসে চড়ে যাতায়াত করতে পারে।আমরা পৌর বাস স্ট্যান্ডকে তার জন্য রেন্ট দেবার ব্যবস্থা করবো।এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন খুব শীঘ্রই কালিয়াগঞ্জ থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বেশ কয়েকটি বাস চালু যেমন করা হবে সেই সাথে আশপাশের পকেট রুটেও যাতে বাস চলা চল করতে পারে তার ব্যবস্থা দ্রুত চালু করবার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান।পার্থ প্রতিম রায় বলেন কালিয়াগঞ্জ পৌর সভাকে ব্যাপারে আমাদের সাথে সহযোগিতা করলে আমরা আমাদের সাধ্য মত পরিষেবা দেবার ব্যবস্থা করতে পারি।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় প্রস্তাব পেয়েই তিনি বলেন খ7ব শীঘ্রই বোর্ড মিটিং ডেকে সিধান্ত নিয়ে নেবেন বলে জানান।এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের সাথে উপস্থিত ছিলেন এন বি এস টি সির ভাইস চেয়ারম্যান তথা করনদীঘির বিধায়ক গৌতম পাল,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, হেমতাবাদের বিধায়ক সত্য জিৎ বর্মন,কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায়, জেলা পরিষদের কো- মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ,হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা সহ অনেকেই। আশা করা হচ্ছে আসছে নুতন বছরের শুরুতেই কালিয়াগঞ্জ শহর ও গ্রামের মানুষরা যোগাযোগের বড় সুযোগ পেতে চলেছে।