কালিয়াগঞ্জে পৌর নির্বাচনের আগে তৃণমূলের যুব সভাপতির পদ খোয়ালেন রাজা ঘোষ।
1 min readকালিয়াগঞ্জে পৌর নির্বাচনের আগে তৃণমূলের যুব সভাপতির পদ খোয়ালেন রাজা ঘোষ।
তনময় চক্রবর্তী কালিয়াগঞ্জে পৌর নির্বাচনের আগে তৃণমূলের যুব সভাপতির পদ খোয়ালেন রাজা ঘোষ। ভেঙ্গে ফেলা হল কালিয়াগঞ্জে তৃণমূলের যুব কমিটি। নতুন করে কালিয়াগঞ্জে কনভেনার নিযুক্ত করলেন জেলা তৃণমূল যুব সভাপতি কৌশিক গুন।জেলা তৃণমূল যুব সভাপতি কৌশিক বলেন কালিয়াগঞ্জে কল্পতরু ভবনে কালিয়াগঞ্জ এর তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্টের ডাকা হয়েছিল। কিন্তু সেই মিটিং-এ অনেক ওয়ার্ড প্রেসিডেন্ট দের ডাকা হয়েছিল । কিন্তু অনেক ওয়ার্ড প্রেসিডেন্ট ই হাজির হননি। পাশাপাশি যারা তৃণমূল যুব মিডিয়া সেলের দায়িত্বে রয়েছে তাদেরকেও ডাকা হয়েছিল। তিনি বলেন এই জেলাতে খুব শীঘ্রই তিনটি পৌরসভার নির্বাচন হতে চলছে।
কালিয়াগঞ্জ ডালখোলা এবং ইসলামপুর এর। তিনি জেলা তৃণমূলের যুব সভাপতি হিসেবে এই তিনটি পৌরসভার বিভিন্ন জায়গায় বুথে বুথে গিয়ে মিটিং করছেন। তিনি এদিন বলেন আজ থেকে কালিয়াগঞ্জ এর তৃণমূল যুব কমিটি ভেঙে দেওয়া হল। তার বদলে দুইজনকে কনভেনার হিসেবে দায়িত্ব দেওয়া হলো। একজন রাজা ঘোষ এবং অপরজন মোহিত গুপ্তা। কৌশিক গুন এদিন তিনি আরো বলেন আগামী সাত দিনের মধ্যে তিনি দায়িত্ব নিয়ে আরো শক্তিশালী কিভাবে করা যায় কালিয়াগঞ্জে যুব তৃণমূল কংগ্রেসকে সে ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। এই দুইজন কনভেনার কে নিয়ে বিভিন্ন বুথে বুথে গিয়ে ওয়ার্ড সভাপতি বুথ সভাপতি এবং বুথের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে । আর শহর তৃণমূল যুব কমিটি সভাপতির পদ যেটা রয়েছে তাকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা যেহেতু তার নেই সেটা রাজ্য কমিটি স্থির করবে । তিনি আশা করছেন পৌরসভা নির্বাচনের আগেই নতুন তৃণমূল যুব সভাপতি যিনি হবেন তার দায়িত্ব তিনি পেয়ে যাবেন। এদিকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার জানান আজ থেকে কালিয়াগঞ্জ তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ভেঙে দেওয়া হয়েছে জেলা তৃণমূল যুব সভাপতি কৌশিক গুণের উপস্থিতিতে। তিনি বলেন কালিয়াগঞ্জ তৃণমূল যুব সভাপতি আগামী দিনে কে হবে সেটা আইপ্যাক নির্ধারিত করবে। আর তাই তার আগে যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার নিযুক্ত করা হয়েছে দুজনকে। তাদের মাধ্যমে আগামী দিনে বুথে বুথে মিটিং করা হবে এবং যারা তৃণমূল যুব কংগ্রেস কে ভালবেসে কাজ করতে চায় তাদের মধ্যে থেকে ভালো ছেলে বেছে তৃণমূল কংগ্রেস তাদের দায়িত্ব দিবে।এদিকে হঠাৎ করে তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ভেঙে দেয়ার ফলে স্বভাবতই হতাশ হয়ে পড়েছে অনেক তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। পৌরসভার নির্বাচনের আগে এইভাবে যুব কমিটি ভেঙে দেওয়ার পিছনে কি কোন কারণ রয়েছে সে ব্যাপারে তাদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে ইতিমধ্যে।এখন দেখার বিষয় আগামী দিনে কে সেই দায়িত্ব পায় সেটাই দেখার।