দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রমের অনাথ শিশু দের সঙ্গে সময়ে কাটালেন কুশমন্ডি ব্লকে র বিডিও অমর জ্যাতি সরকার
1 min readদঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রমের অনাথ শিশু দের সঙ্গে সময়ে কাটালেন কুশমন্ডি ব্লকে র বিডিও অমর জ্যাতি সরকার
লোকনাথ সরকার দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রমের পরিদর্শন ও শীত বস্ত্র এবং দুপুরে ভজন করলেন এবং অনাথ শিশু দের সময়ে কাটালেন কুশমন্ডি ব্লকে র বিডিও অমর জ্যাতি সরকার, কুশমন্ডি বিধান সভার বিধায়ীকা রেখা রায় কুশমন্ডি পঞ্চায়েত সমেতি কৃষি করমাধক্য রেজা জাহির আব্বাস,
বিশিষ্ট সমাজ সেবী কৃষ্ণ বসাক নুকুল রায় করিমুল ইসলাম সহ আরো অনেকে। এদিন নীল কন্ঠ স্বর্গ অনাথ আশ্রমে রয়েছে ৩০ টি শিশু, যা সাধারন মানুষের সহোযগিতা চলছে প্রায় ২৩ বছর কেটে গেলে সরকারি সাহায্য মেলেনি। এই এই আশ্রম টি চালিয়ে আসছেন প্রধান শিক্ষক রঞ্জিত দও। তিনি জানান সরকারি সাহায্য পেলে উপকৃত হব। এই প্রসঙ্গে কুশমন্ডি বিধান সভা বিধায়ীকা রেখা রায় জানীয়েছেন কুশমন্ডি নীল কন্ঠ অনাথ আশ্রমের শিশু দের সময়ে কাটানো ও দুপুরে খাওয়া শীত বস্ত্র তুলে দেওয়া হল আজ অনাথ শিশু দের