December 26, 2024

বড়দিনকে সামনে রেখে উইন্টার পিস ফেস্টিভ্যালের আয়োজন করল লাভ এন্ড হোপ প্রজেক্ট নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা

1 min read

বড়দিনকে সামনে রেখে উইন্টার পিস ফেস্টিভ্যালের আয়োজন করল লাভ এন্ড হোপ প্রজেক্ট নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা

বড়দিনকে সামনে রেখে উইন্টার পিস ফেস্টিভ্যালের আয়োজন করল লাভ এন্ড হোপ প্রজেক্ট নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা ।ইসলামপুর ব্লকের চম্পাবাগ এলাকায় শনিবার সংশ্লিষ্ট বিষয়ে এই কর্মসূচি নেওয়া হয়। সেখানে সান্তা ক্লজ সেজে এলাকার খুদেদের পাশাপাশি স্থানীয় মানুষজনকে আনন্দ

প্রদানের মাধ্যমে চাল,ডাল সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেওয়া হয় বলে জানান সংস্থার অন্যতম কর্মকর্তা রাজা প্রসাদ। উল্লেখ্য ,শুধু ইসলামপুরেই বিভিন্ন এলাকা জুড়ে একইরকম ভাবে অজস্র কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন ১৫০ জন এই পরিষেবা পেয়ে খুশির ঝিলিক এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে।

এদিন সেখানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার ডিরেক্টর বিকাশ কামাত, সুপারভাইজার নান্টু চক্রবর্তী,ইসলামপুর মার্চেন্ট এসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগারওয়াল,সমাজ কর্মী সুশান্ত নন্দী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *