কালিয়াগঞ্জের নাট মন্দিরের রাস এবার ৬১তম বর্ষে পদার্পন,রাস মেলায় চলছে পদাবলী,প্রচুর ভক্তবৃন্দের সমাগম-
1 min readকালিয়াগঞ্জের নাট মন্দিরের রাস এবার ৬১তম বর্ষে পদার্পন,রাস মেলায় চলছে পদাবলী,প্রচুর ভক্তবৃন্দের সমাগম-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯নভেম্বর:উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাস মেলা এবার ৬১ তম বর্ষে পদার্পন করলো।কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রাস জেলার বিখ্যাত রাস মেলা হিসাবে পরিচিত।
রাস পূর্ণিমায় রাস উৎসব শুরু হবার সাথে সাথে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির যেন বৃন্দাবন ধামের রূপ নিয়েছে।প্রতিদিন চলছে ভাগবত ও পদাবলী কীর্তন যা শুনতে নাট মন্দিরে ভীড় উপচে পড়ছে।কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির বেশ কয়েকজন কর্নধারের মধ্যে
একজন পরিতোষ নন্দী বলেন কালিয়াগঞ্জের নাটমন্দিরে বারো মাসে তেরো পর্বন লেগেই থাকে।কালিয়াগঞ্জের সাধারণ ভক্তবৃন্দের সহযোগীতায় আমাদের এই মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ধাম প্রতিনিয়ত উন্নয়নের দিকে অগ্রগতি হতে চলেছে।আমাদের এই মহেন্দ্রগঞ্জ নাট মন্দির উন্নয়নে সবার সহযোগিতা আহ্বান করছি।