December 28, 2024

কালিয়াগঞ্জে বিরসা মুন্ডার ১৪৬তম জন্ম দিবস উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল-

1 min read

কালিয়াগঞ্জে বিরসা মুন্ডার ১৪৬তম জন্ম দিবস উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫ নভেম্বর:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে বিরসা সেবাইত সমিতির উদ্দ্যোগে সমাজ সংস্কারক,বীর যোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৪৬ তম জন্ম দিবস পালন করা হল নানান কর্মসূচির মাধ্যমে। সকাল থেকেই শুরু হয় বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন বিরসা মুন্ডা শুধু মুন্ডা সমাজেরই জননেতা ছিলেন না।তিনি ভারতের সবার পথ প্রদর্শক ছিলেন।বিরসা সেবাইতের উদ্দ্যোগে বিরসা মুন্ডার জন্ম দিনে

উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মুর্শিদাবাদের সামসের গঞ্জের ভিডিও কৃষ্ণ কুমার মুন্ডা,বিশেষ অতিথি হিসাবে ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায়,কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক পবিত্র বর্মন, কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব্দন সাহা,বিশিষ্ট সমাজসেবী ভারতেন্দ্র চৌধুরী,বিরসা সেবাইতের সাধারণ সম্পাদক ধীরেন্ পাহান,কার্তিক পাহান,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য।বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে সারাদিন ব্যাপী এক দিবশীয় ফুটবল প্রতিযোগিতা,রক্তদান শিবির, ঝুমুর নৃত্য প্রতিযোগীতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে ধীরেন পাহান সম্পাদিত “বিরসা মুন্ডা ও তেকর লারাই” নামে একটি বই প্রকাশ হয়।বইটির উদ্বোধন করেন সামসেরগঞ্জের বি ডি ও তথা অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষ্ণ মুন্ডা।

6 thoughts on “কালিয়াগঞ্জে বিরসা মুন্ডার ১৪৬তম জন্ম দিবস উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল-

  1. Cialis and Viagra both work as PDE5 inhibitors, and though they may work slightly differently in that process, they re working on the same mechanism, which is to create the ideal conditions for an erection, not to cause one out of the blue buy priligy 30mg Performer 8 is a potent male performance supplement that includes free international delivery and a lifetime money-back guarantee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..