December 28, 2024

প্রাক্তন পৌর প্রতি কার্তিক চন্দ্র পালের আমলে কোন দুর্নীতি হয়নি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন বর্তমান উপ পৌর প্রশাসক বসন্ত রায়

1 min read

প্রাক্তন পৌর প্রতি কার্তিক চন্দ্র পালের আমলে কোন দুর্নীতি হয়নি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন বর্তমান উপ পৌর প্রশাসক বসন্ত রায়

তনময় চক্রবর্তী  কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সচিন সিংহ রায়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন প্রাক্তন উপ পৌরপতি তথা বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌর প্রশাসক বসন্ত রায়। তিনি বললেন প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের বিরুদ্ধে যেভাবে অভিযোগ এনেছে বর্তমান পৌর প্রশাসক শচীন সিংহ রায় তার সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। নিয়মবহির্ভূতভাবে কোন অন্যায় কাজ হয়নি আগে। জমি যা কেনা হয়েছে সুইমিং পুলের জন্য তা সম্পূর্ণ সরকারি নির্দেশ মেনে হয়েছে। এখানে কোন বেআইনি কাজ হয়নি। তিনি বলেন শ্রীমতি নদিতে  জমি কেনা নিয়ে অনেক এ অনেক কথাই বলেছে  আগে। বিজেপি ও কংগ্রেস বলেছিল। সবাই বলেছিল এটা নদী।

কিন্তু আদতে সেটি কোন নদী নয়। ওটা নিজস্ব রায়তি সম্পত্তি। পৌরসভা কখনো খাস জমি কিনতে পারে না ।এটা কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অপপ্রচার করছে শুধুমাত্র। তিনি বলেন শ্রীমতীর নদীর ধারে প্রায় পাঁচ বিঘা জমি একদম কাগজ পেপার দেখে উকিল দিয়ে সার্চিং করে তারপর জমি কেনা হয়েছে। সরকারি জমি যেমন তেমন ভাবে কেনা যায় না। সার্চিং রিপোর্ট লাগে। এগুলো ব্যাপার নিয়ে আগে পৌর প্রশাসক এর সমস্ত কিছু জানা দরকার ছিল তা না করে তিনি শুধু শুধু অপপ্রচার করে কালিয়াগঞ্জ পৌরসভার বদনাম করছেন এটা ঠিক নয়। এই ধরনের অভিযোগ আমি মানি না এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন শ্রীমতীর নদীর ধারে একটা খাস জমি আছে। যেটা অন্য মালিকানাধীন এর দখলে ছিল। সেই জমি পৌরসভা পেয়েছে তবে সম্পূর্ণ বিনামূল্যে। বসন্ত বাবু বলেন যখন এই জমিটি কেনা হয়েছে তখন তিনি ছিলেন উপ পৌর প্রতি। তাই তার সবটাই জানা রয়েছে। তাই আমি পরিষ্কার ভাষায় বলতে পারি এই জমি নিয়ে কোনো দুর্নীতি হয়নি। তিনি বলেন কেন পৌর প্রশাসক এই ধরনের অভিযোগ করছেন তা তিনি বলতে পারছেন না তবে এই ধরনের অভিযোগ করাটা ঠিক নয় যার কোনো ভিত্তি নেই। শুধুমাত্র অপপ্রচার হয়েছে। তিনি বলেন তিনি একজন উপ পৌর প্রশাসক হয়েও অডিট রিপোর্ট কি হয়েছে তা তিনি বলতে পারবেন না কারণ তাকে জানানো হয়নি কিছুই। তাই অযথা বিভ্রান্ত মূলক প্রচার করে কালিয়াগঞ্জ পৌরসভা কে বদনাম করছেন প্রশাসক শচীন সিংহ রায়।

 

29 thoughts on “প্রাক্তন পৌর প্রতি কার্তিক চন্দ্র পালের আমলে কোন দুর্নীতি হয়নি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন বর্তমান উপ পৌর প্রশাসক বসন্ত রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..