January 1, 2025

“মাতৃরূপ”

1 min read

“মাতৃরূপ”

ব্রজগোপাল বৈষ্ণব
—————————–
খর মাটির ঐ মূর্তি গড়ে
মাতৃরূপের কল্পনা
গর্ভ ধরিনি মা যে ঘরে
গেলো না তার লাঞ্ছনা
জন্মদাতা মাতা পিতা
বৃদ্ধাশ্রম প্রহর গুনে–

শিক্ষা-দীক্ষা জ্ঞান গড়িমায়
শোধ করেছি মাতৃ ঋণে।
মোমবাতির মিছিল শেষেও
কত মা হয় ধর্ষিতা।
যাইতে স্বামী-আসতে ছেলে
জন্মালোনা পিতা ।
কত শহীদ অমর হল করে মাতৃ বন্দনা-
চেতনাটা ঘুমিয়ে বাড়ায়
পৌত্তলিকার যন্ত্রনা
সতীদাহ- বৈধব্য নিয়ে
ছিল ধর্ম সর্বনাশা-
ফসলের মাঠে রৌদ্রজলে
দেখি লাখো টেরেসা
কুলি মজুর কি রূপে করি
মাতৃরূপ দরশন-
আড়ম্বরে মূর্তিপূজা
নয়কি শুধু অকারণ?
শিশুর হাসিতে দেখি,
লাখো ধাত্রী পান্না মাতৃদুগ্ধে পেলাম সবাই
পৃথিবীর ঠিকানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..