January 3, 2025

কালিয়াগঞ্জ এ  কমল কে  বোল্ড আউট করলেন সৌমেন ? 

1 min read

কালিয়াগঞ্জ এ  কমল কে  বোল্ড আউট করলেন সৌমেন ?

তনময় চক্রবর্তী। সম্প্রতি কালিয়াগঞ্জ এর বিজেপি নেতা তথা জেলা পরিষদের সদস্য কমল সরকার বলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে তারা শক্তিশালী দল নিয়ে খেলা হবে র মাঠে ব্যাট করতে নামেন। কোন অবস্থাতেই ক্রিজ থেকে তারা পিছুপা হবেন না । আমনে সামনে লড়াই করবেন। কিন্তু আজ দেখা গেল খেলার মাঠে নামার আগেই বড়োসড়ো হোঁচট খেয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন কালিয়াগঞ্জ এর খোদ বিজেপি নেতা কমল সরকার। আজ তৃণমূল কংগ্রেসের নেতা তথা কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় সেই কমল সরকারের ভাই তথা বিজেপি নেতা কুমারেশ সরকারকে তৃণমূল কংগ্রেসের যোগদান করিয়ে জবরদস্ত মাস্টার স্ট্রোক দিলেন বিজেপি নেতা কমল সরকার। ফলে স্লগ ওভারে অনেকটাই বাজিমাত করে ফেললেন   বিধায়ক সৌমেন রায়।

এর ফলে কালিয়াগঞ্জে বিজেপির বর্তমান টিম নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব। কালিয়াগঞ্জ এর বিজেপি নেতাদের মধ্যে কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রতিবেদককে বলেই ফেললেন যেভাবে বোলিং করছেন বিধায়ক সৌমেন রায় তাতে বিজেপির পক্ষে তৃণমূলের বিরুদ্ধে রান তারা করে আগামীদিনের লড়াইয়ের ময়দানে কতোটা  টিকে থাকতে পারবে বিজেপি তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে।

তবে বিশ্বস্ত সূত্রে আরো খবর এরইমধ্যে কালিয়াগঞ্জে বিজেপির মধ্যে আবারো বড়োসড়ো ভাঙ্গর ধরতে চলছে। জেলা পর্যায়ের কালিয়াগঞ্জ এর এক  বিজেপি নেতা খুব শীগ্রই যোগ দিতে চলেছেন তৃণমূলে। উল্লেখ্য আজ কালিয়াগঞ্জ বিধানসভার ২ নং ধনকৈল অঞ্চলের বালাশ গ্ৰামে ৭০টি পরিবারের প্রায় ৩৫০জন সদস্য তৎসহ জেলা পরিষদের সদস্য কমল সরকারের দাদা কুমারেশ সরকার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *