দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া যাওয়ার রাস্তায় বড়োসড় ধস, এলাকায় চাঞ্চল্য, আতঙ্কিত এলাকাবাসী
1 min readদক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া যাওয়ার রাস্তায় বড়োসড় ধস, এলাকায় চাঞ্চল্য, আতঙ্কিত এলাকাবাসী
দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া যাওয়ার রাস্তায় বড়োসড় ধস, এলাকায় চাঞ্চল্য, আতঙ্কিত এলাকাবাসীদক্ষিনেশ্বর থেকে নোয়াপড়া মেট্রো লাইনে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে নামে ধস। এর ফলে বরাহ নগর থেকে নোয়াপড়া যাবার পথে মেট্রো চলছে ধীর গতিতে।
বৃষ্টির কারণে এই ধস নামে বলে জানা যাচ্ছে। আনুমানিক ১০০ কর্মী এই ধস মেরামতির কাজ নেমে পড়েছে। অফিস টাইমে ধীর গতিতে দক্ষিনেশ্বর থেকে চলছে মেট্রো।