দাড়িভিটে শহীদ রাজেশ তাপসের সমাধির কাজ সম্পন্ন করতে রাজনীতির উর্দ্ধে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবী তুলল বিজেপি নেতৃত্ব
1 min readদাড়িভিটে শহীদ রাজেশ তাপসের সমাধির কাজ সম্পন্ন করতে রাজনীতির উর্দ্ধে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবী তুলল বিজেপি নেতৃত্ব
বাংলা বাঁচাও কর্মসূচী পালনে এসে ইসলামপুরের দাড়িভিটে শহীদ রাজেশ তাপসের সমাধির কাজ সম্পন্ন করতে রাজনীতির উর্দ্ধে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবী তুলল বিজেপি নেতৃত্ব।
বাংলা বাঁচাও কর্মসূচীর তৃতীয় দিন বুধবার বিজেপির ইসলামপুর শহর পর্যবেক্ষক প্রবীর দাস, জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, জেলা সম্পাদক তাপস বিশ্বাস, যুব মোর্চার জেলা সাধারন সম্পাদক চিত্রজীৎ রায় সহ দলীয়
নেতা কর্মীরা দাড়িভিট শ্মশান চত্বরে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি ভাষা শহীদ রাজেশ তাপসের সমাধিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের এই কর্মসূচীতে শহীদ রাজেশ তাপসের পরিবারও উপস্থিত ছিলেন।
এদিনের বিজেপির বাংলা বাঁচাও কর্মসূচির মধ্যে পরিবারের পাশাপাশি বিজেপির তরফে শহীদ রাজেশ তাপসের সমাধির কাজ সম্পন্ন করার দাবী উঠে। এছাড়াও নবনির্মিত পাকা সেতুর নামকরণ শহীদ রাজেশ তাপসের নামে করারও দাবী উঠেছে।
খুব শীঘ্রই প্রবীর দাস ও সুরজিৎ সেনের নেতৃত্বে বিজেপি ইসলামপুরের মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেতুর নামকরন ও সমাধি সম্পন্ন করার আবেদন জানানো হবে। কারন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরও মুখ্যমন্ত্রী বলে দাবী করেন বিজেপির ইসলামপুর পর্যবেক্ষক প্রবীর দাস।