December 26, 2024

রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগীতায় উত্তর দিনাজপুরের জয়জয়কার

1 min read

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-সম্প্রতি মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত রাজ্য স্তরের ক্যারাটে প্ৰর্তিযোগীতায় উত্তর দিনাজপুরের জয়জয়কার।জানা যায় মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত সিগো কাই ক্যারাটে দো চ্যাম্পিVয়নশিপ প্ৰর্তিযোগীতায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মার্শাল আর্ট ক্যারাটে ক্লাবের ১৫জন ক্যারাটের প্ৰর্তিযোগীরা ২৫ টি পুরস্কার বিভিন্ন বিভাগে জয়ী হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রায়গঞ্জ মার্শাল আর্ট  ক্যারাতে ক্লাবের শিক্ষক উৎপল দাস জানান তাদের প্রতিষ্ঠানের ১৫জন ছাত্র ছাত্রী রাজ্য স্তরের ক্যারাতে খেলায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য পেয়েছে।সফল ছাত্র ছাত্রীরা হল সমৃদ্ধি মজুমদার,পৃথা সাহা,অভিপ্রিয় সরকার,কস্তুরী চ্যাটার্জি,সিভ ম রুঙ্গটা,অতনু দেবনাথ,অর্কপ্ৰভ ঘোষ,প্রশান্ত  রজক,রাজেশ হালদার, সিধানকো ঘোষ, শাশ্বতী ঘোষ সুদাম চৌধুরী রাজ্য সরকার ও করিস রায় লাল।প্রতিষ্ঠানের অপর শিক্ষক ও শিক্ষিকা সুজয় সাহা এবং পাপিয়া সাহা বলেন ছাত্র ছাত্রীরা মোট ১০ টা সোনা,১১টা ব্রোঞ্জ এবং ৪টি সিলভার পেয়েছে বলে জানান।সুজয় সাহা বলেন সি অসাধারন সাফল্যের জন্য রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে সম্বর্ধনা দেওয়া হবে।গত ২২ও২৩শে ডিসেম্বরে মেদিনীপুরের তমলুকে এই রাজ্য স্তরের প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *