December 26, 2024

কালিয়াগঞ্জে সমাজবাদী দলের সম্মেলনে কিরণময়

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবর্তী-কালিয়াগঞ্জ–ভোটের ঢাকে কাঠিনা পড়লেও ভোট যে সমাগত তা আর বলার অপেক্ষা রাখেনা।আর ভোটের গন্ধের বহিঃপ্রকাশ ঘটতে চলেছে আগামী ১০ই জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে অনুষ্ঠিত সমাজ বাদী দলের কালিয়াগঞ্জ ব্লক সম্মেলনের প্রকাশ্য সভায়ভ সমাজ বাদী দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মৎস মন্ত্রী কিরণময় নন্দের ভোটের বক্তব্যের মধ্য দিয়ে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিরণ ময় নন্দের সাথে আসছেন সমাজবাদী দলের রাষ্ট্রীয় যুব সভাপতি বিভাস যাদব,দলের পশ্চিমবঙ্গের রাজ্য সহ সভাপতি ওকাব আলী সরকার,দিল্লীর রাজ্য যুব সভাপতি মঃ নিসার খান ও উত্তর দিনাজপুর জেলার ।সমাজ বাদী দলের সভাপতি অরুন চন্দ্র দে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *