December 26, 2024

যুব সম্প্রদায়কে আধ্যাত্মিক মূল্যবোধ ও আদর্শ চরিত্র গঠনের উদ্দেশ্য প্রজাপিতা ব্রাহ্মকুমারী অভিযান

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে প্রজা পিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে যুব সম্প্রদায়কে আধ্যাত্মিক ও আদর্শ চরিত্র গঠনের উদ্দেশ্য নিয়ে অভিযান শুরু করে।বুধবার এই উদ্দেশ্যে মহেন্দ্র গঞ্জ নাটমন্দিরে একটি আলোচনা সভা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আলোচনায় বক্তব্য রাখেন বিকে ভাবনা,বিকে মোহন ভাই,বিকে নীতিন ভাই,বিকে সন্তোষ ভাই,অজয় সিংহ ও গোপাল সাহা।আগামী ১০ ও ১১ ই জানুয়ারী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *