উত্তরবঙ্গ থেকে জাতীয় স্তরে খেলো ইন্ডিয়ার পুনেতে খো-খো খেলায় ডাক পেল সনু
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর,-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রাম ডালিমগাওয়ের মেয়ে সনু বর্মন জাতীয় স্তরে খো-খো খেলার ডাক পেয়ে মহারাষ্ট্রের পুনের উদ্দেশ্য রওনা দিল। উত্তর দিনাজপুর খো-খো এসোসিয়েশনের আহবায়ক বরুন দাস শনিবার এক সাক্ষাৎকারে বলেন সনু বর্মন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান।বাবা সঞ্জীব বর্মন দিনমজুরের কাজ করে।কিন্তু সনু খোখো খেলা বলতে পাগল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সনু বাংলা দলে মনোনীত হওয়ায় আমরা গর্বিত।কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাও স্পোর্টস একাডেমির সম্পাদক সন্দীপ সরকার বলেন সনু ডালিমগাও স্পোর্টস একাডেমির সদস্য। আমরা ডালিমগাতেই ওকে খো খো খেলার কোচিং দিয়ে থাকি।উত্তরবঙ্গ থেকে খেলো ইন্ডিয়াতে জাতীয় স্তরে খেলার ডাক পাওয়ায় সমগ্র উত্তর দিনাজপুর জেলা গর্বিত।সন্দীপ সরকার বলেন মহারাষ্ঠের পুনেতে ১৩ই জানুয়ারী থেকে খেলো ইন্ডিয়া র প্রতিযোগীত শুরু হবে। চলবে আগামী ১৭ই জানুয়ারী পর্যন্ত।তিনি জানান এই বছর শুধুমাত্র মেয়েরাই খেলো ইন্ডিয়াতে ডাক পেয়েছে।বাংলা দলের ১২জন খেলোয়াড়দের মধ্যে সনু বর্মনই উত্তরবঙ্গের একমাত্র প্রতিনিধি।গত ১০ই জানুয়ারী বাংলা দলের সাথে সনু বর্মন পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});