জেলা পুলিশের উদ্যোগে হেমতাবাদে চালু ফ্রি কোচিং ক্যাম্প পরিদর্শন করলেন উওর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার।
1 min read
জেলা পুলিশের উদ্যোগে উওর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার হেমতাবাদে চালু ফ্রি কোচিং ক্যাম্প পরিদর্শন করলেন । জানা গিয়েছে, শনিবার দুপুরে এসপি আসেন হেমতাবাদে। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নিকিতা ফোনিং ও ডিএসপি সুরজিত কুমার দে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিএের নেতৃত্বে এলাকার দুটি হাইস্কুলে চলছে পুলিশের ব্যবস্থাপনায় ইংরেজি কোচিং ক্যাম্প। শনিবার ও রবিবার করে এই কোচিং ক্যাম্প চলবে ৬ মাস। এইভাবে পর্যায়ক্রমে পুলিশের ব্যবস্থাপপনায় হেমতাবাদের সমস্ত হাইস্কুলে ফ্রি ইংরেজি কোচিং ক্যাম্প হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});