ধুপগুড়িরিতে শ্বাড়ম্বরে পালিত ১৫৭তম বিবেকানন্দ জন্ম জয়ন্তী
1 min read
আশীষ ভট্টাচার্য-– পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও ধূপগুড়ী পৌর সভার সহযোগিতায় প্রতি বছরের মতো এবারো স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিন উপলক্ষে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়। সকাল ৮টায় পৌর সভা অফিস প্রাঙ্গণ থেকে শোভা যাত্রার সূচনা হয়।
সকল ৯টায় শোভা যাত্রা সহকারে ৬নং ওয়ার্ডে অবস্থিত স্বামীজীর মূর্তি তে পুস্পাঘ্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং থানার আইসি সুবীর কর্মকার প্রমুখ। সকাল ১১টার সময় ১১নং ওয়ার্ডের সংহতি নগরে স্বামীজীর মুর্তি তে মাল্যদান করা হয়। বিবেক চেতনা উৎসব কে সামনে রেখে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধূপগুড়ী থানা প্রাঙ্গনে তে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ।প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে। অনুষ্ঠান টি পরিচালনা করেন থানার আইসি সুবীর কর্মকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});