উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন জেলায় ৫ হাজার ছাত্র ছাত্রীকে ইংরেজী শেখাবে
1 min read
তপন চক্রবর্তী,– জেলার ৯ টি ব্লকের গ্রামীণ এলাকার প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রীকে ইংরাজী সেখাবার উদ্যোগ নিল। রবিবার মহারাজাহাট হাই স্কুলে ওপেন লানিং সেণ্টারের উদ্বোধন করে জেলা পুলিশ সুপার সুমিত কুমার এই কথা বলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জেলার ৯ টি ব্লকে মোট ৫০ টি সেন্টার গড়ে তোলা হবে। গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের ইংরেজী ভীতি দূর করা শুধু তাই নয় ইংরেজীতে কথা যাতে বলতে পারে তার ব্যবস্থাও করা হবে।
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পিছিয়ে পড়া এলাকার ছাত্র-ছাত্রীদের এই কোচিং দেওয়া হবে। ইতিমধ্যে হেমতাবাদে এই কেন্দ্র চালু হয়েছে। জেলা পুলিশের তরফে তাদের সান্মানিক দেওয়া হবে। প্রতিটি শিবিরে ১০০ জন করে ছাত্র-ছাত্রী থাকবে। জানা গিয়েছে, প্রতিটি ব্লকে ৫-৬ টি সেন্টার থাকবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ মহারাজাহাট স্কুলে ওপেন লানিং সেণ্টারের উদ্বোধনে ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার, ডিএসপি প্রসাদ প্রধান, আই সি সুরজ থাপা, টি আই সি সুব্রত সাহা, সমাজসেবী তথা রায়গঞ্জ মার্চেন্টস এ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ছোটোন চ্যাটার্জী, সমাজকর্মী সুমন রায়, পঞ্চায়েত সদস্য মলয় রায় ও বাবলা কর্মকার সহ অন্যান্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});