ধুপগুড়ি শহরে বসতে চলেছে অটো সিগন্যালিং
1 min read
আশীষ ভট্টাচার্য–মঙ্গল বার শুভ সন্ধ্যায় ধূপগুড়ী পৌর সভা ও ধূপগুড়ী থানার ট্রাফিক এর উদ্যোগে সার্ক রোডে চৌপথিতে ইলেক্ট্রিক ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলার এস পি অমিতাভ মাইতি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিধায়ক মিতালী রায় –অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা –ভাইস চেয়ারম্যান রাজেশ সিং।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধুপগুড়ী শহরের প্রাণ কেন্দ্রে এই চৌপথি।শহরের প্রাণকেন্দ্রে চৌপথি মোরে বসতে চলেছে রাজ্য পুলিশের পক্ষ থেকে কঠোর সিগনালিং ব্যাবস্থা। আসাম মেঘালয় প্রতিবেশী ধুপগুড়ী শহরের প্রাণ কেন্দ্রে এই চৌপথি। আসাম মেঘালয় প্রতিবেশী রাষ্ট্র ভুটান –কোলকাতা চা বাগান এলাকা নাথুয়া সহ অনেক চা বাগানের মিলন স্থল ধূপগুড়ীর এই চৌপথি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সারা দিন প্রাণ চঞ্চল কর্ম ব্যস্ততা।প্রায়শই যান জটে নাকাল হতে হয় যাত্রী দের। এবারে ট্রাফিক ব্যবস্থা অটোমেটিক হওয়াতে কষ্টের লাঘব হবে বলে মনে করছে শহরের মানুষজন। যান জটের সমস্যা থেকেও ধূপগুড়ী বাসি অনেকটাই রেহাই পাবে বলে মনে করা হচ্ছে । চা বাগানের মিলন স্থল ধূপগুড়ীর এই চৌপথি সারা দিন প্রাণ চঞ্চল কর্ম ব্যস্ততার মধ্যেই থাকে।প্রায়শই যান জটে নাকাল হতে হয় যাত্রী দের। এবারে ট্রাফিক ব্যবস্থা অটোমেটিক হওয়াতে কষ্টের লাঘব হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});