১৭ লক্ষ ভোটারের নাম বাড়ল রাজ্যে নতুন ভোটার তালিকায়
1 min read
১৭ লক্ষ ভোটারের নাম বাড়ল রাজ্যে
নতুন
ভোটার
তালিকায়
। খসড়া
ভোটার
তালিকায়
৬ কোটি
৮০
লক্ষ
৫০
হাজার
৫৯৫
জনের
নাম
ছিল। সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮। এর
মধ্যে
পুরুষ
ভোটারের
সংখ্যা
৩ কোটি
৫৭
লক্ষ
৮৩
হাজার
৪৬৩
জন
এবং
মহিলা
ভোটারের
সংখ্যা
৩ কোটি
৩৯
লক্ষ
৭৫
হাজার
৯৭৯
জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৪২৬ জন। রাজ্যের
মুখ্য
নির্বাচনী
আধিকারিক
(সিইও)
আরিজ
আফতাব
জানিয়েছেন,
চূড়ান্ত
ভোটার
তালিকা
এদিন
প্রকাশিত
হলেও
যাঁরা
ভোটার
তালিকায়
নাম
তুলতে
চান,
তাঁরা
এখনও
আবেদন
করতে
পারবেন। এর জন্য ২৭ জানুয়ারি প্রতি বুথে বুথ লেভেল অফিসাররা (বিএলও) উপস্থিত থাকবেন। তাঁদের
কাছে
নাম
তোলার
আবেদনপত্র
জমা
দেওয়া
যাবে। মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে।
নতুন
ভোটার
তালিকায়
। খসড়া
ভোটার
তালিকায়
৬ কোটি
৮০
লক্ষ
৫০
হাজার
৫৯৫
জনের
নাম
ছিল। সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮। এর
মধ্যে
পুরুষ
ভোটারের
সংখ্যা
৩ কোটি
৫৭
লক্ষ
৮৩
হাজার
৪৬৩
জন
এবং
মহিলা
ভোটারের
সংখ্যা
৩ কোটি
৩৯
লক্ষ
৭৫
হাজার
৯৭৯
জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৪২৬ জন। রাজ্যের
মুখ্য
নির্বাচনী
আধিকারিক
(সিইও)
আরিজ
আফতাব
জানিয়েছেন,
চূড়ান্ত
ভোটার
তালিকা
এদিন
প্রকাশিত
হলেও
যাঁরা
ভোটার
তালিকায়
নাম
তুলতে
চান,
তাঁরা
এখনও
আবেদন
করতে
পারবেন। এর জন্য ২৭ জানুয়ারি প্রতি বুথে বুথ লেভেল অফিসাররা (বিএলও) উপস্থিত থাকবেন। তাঁদের
কাছে
নাম
তোলার
আবেদনপত্র
জমা
দেওয়া
যাবে। মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাপ্লিমেন্টারি
ভোটার
তালিকায়
তাদের
নাম
উঠবে। এবার লোকসভা ভোট থাকায় ভোটার তালিকায় নাম তোলার জন্য আড়াই মাস সময় দিয়েছিল নির্বাচন কমিশন। যা
আগের
বছরগুলির
তুলনায়
অনেক
বেশি। গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় সংযোজন ও সংশোধনের সুযোগ ছিল। সংযোজন,
বিয়োজন
এবং
সংশোধন—সব
মিলিয়ে
প্রায়
৪০
লক্ষ
আবেদন
জমা
পড়ে। যা রেকর্ড। তার
মধ্যে
নতুন
করে
নাম
উঠেছে
২০
লক্ষ
৬৭
হাজার
৩০৩
জনের। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ৩০ জনের নাম। সংশোধন
করা
হয়েছে
৮ লক্ষ
৫৩
হাজার
৪৩৩
জনের। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় ২.৫১ শতাংশ ভোটার বেড়েছে। যা
অন্য
বছরগুলির
তুলনায়
অনেকটাই
বেশি। এবার তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। আগে
এক
হাজার
পুরুষ
অনুপাতে
মহিলা
ভোটারের
সংখ্যা
ছিল
৯৪৩। এবার তা বেড়ে হয়েছে ৯৪৯। ১৮
বছর
বয়সি
ভোটারের
সংখ্যাও
এবার
২.৯৬
শতাংশ
বেড়েছে। এদিন সিইও বলেন, প্রত্যেক ভোটারের উচিত ভোটার তালিকায় তাঁর নাম আছে কি না, তা দেখে নেওয়া। এর
জন্য
টোল
ফ্রি
নম্বরে
ফোন
করতে
পারবেন
ভোটাররা। টোল ফ্রি নম্বর হল ১৯৫০। এসএমএস
করতে
হবে
৫১৯৬৯
নম্বরে। তার আগে ডব্লুবি ইসি এবং এপিক নম্বর টাইপ করতে হবে। এসএমএসের
মাধ্যমেই
জানা
যাবে
ভোটার
তালিকা
নাম
আছে
কি
না। www.ceowestbengal.nic.in এই
ওয়েবসাইটে
ভোটাররা
জানতে
পারবেন,
ভোটার
তালিকা
সংক্রান্ত
সমস্ত
তথ্য। এছাড়াও ‘অনুভব অ্যাপ’ ডাউনলোড করেও তথ্য জানা যাবে। তিনি
বলেন,
ভোটার
কার্ড
থাকলেও
ভোটার
তালিকায়
নাম
রয়েছে
কি
না,
তা
দেখে
নেওয়া
উচিত।
ভোটার
তালিকায়
তাদের
নাম
উঠবে। এবার লোকসভা ভোট থাকায় ভোটার তালিকায় নাম তোলার জন্য আড়াই মাস সময় দিয়েছিল নির্বাচন কমিশন। যা
আগের
বছরগুলির
তুলনায়
অনেক
বেশি। গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় সংযোজন ও সংশোধনের সুযোগ ছিল। সংযোজন,
বিয়োজন
এবং
সংশোধন—সব
মিলিয়ে
প্রায়
৪০
লক্ষ
আবেদন
জমা
পড়ে। যা রেকর্ড। তার
মধ্যে
নতুন
করে
নাম
উঠেছে
২০
লক্ষ
৬৭
হাজার
৩০৩
জনের। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ৩০ জনের নাম। সংশোধন
করা
হয়েছে
৮ লক্ষ
৫৩
হাজার
৪৩৩
জনের। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় ২.৫১ শতাংশ ভোটার বেড়েছে। যা
অন্য
বছরগুলির
তুলনায়
অনেকটাই
বেশি। এবার তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। আগে
এক
হাজার
পুরুষ
অনুপাতে
মহিলা
ভোটারের
সংখ্যা
ছিল
৯৪৩। এবার তা বেড়ে হয়েছে ৯৪৯। ১৮
বছর
বয়সি
ভোটারের
সংখ্যাও
এবার
২.৯৬
শতাংশ
বেড়েছে। এদিন সিইও বলেন, প্রত্যেক ভোটারের উচিত ভোটার তালিকায় তাঁর নাম আছে কি না, তা দেখে নেওয়া। এর
জন্য
টোল
ফ্রি
নম্বরে
ফোন
করতে
পারবেন
ভোটাররা। টোল ফ্রি নম্বর হল ১৯৫০। এসএমএস
করতে
হবে
৫১৯৬৯
নম্বরে। তার আগে ডব্লুবি ইসি এবং এপিক নম্বর টাইপ করতে হবে। এসএমএসের
মাধ্যমেই
জানা
যাবে
ভোটার
তালিকা
নাম
আছে
কি
না। www.ceowestbengal.nic.in এই
ওয়েবসাইটে
ভোটাররা
জানতে
পারবেন,
ভোটার
তালিকা
সংক্রান্ত
সমস্ত
তথ্য। এছাড়াও ‘অনুভব অ্যাপ’ ডাউনলোড করেও তথ্য জানা যাবে। তিনি
বলেন,
ভোটার
কার্ড
থাকলেও
ভোটার
তালিকায়
নাম
রয়েছে
কি
না,
তা
দেখে
নেওয়া
উচিত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});