December 25, 2024

তরঙ্গপুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

1 min read
তপন চক্রবর্তী-শঙ্কর গুপ্তা -কালিয়াগঞ্জ–বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয় মাঠে জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের উদ্যোগে এবং তরঙ্গপুর বড়াল  হরলাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় তিনদিনব্যাপী শীতকালীন  কালিয়াগঞ্জ জোনাল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম কুমার ঘোষ।সাদা পায়রা ও বেলুন  ওড়ানোর সাথে সাথে মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি দের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেবসিংহ,জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা,
জেলা স্কুল কাউন্সিলের সম্পাদক প্রবীর গুহ জেলা পরিষদের সদস্য মোমেনা খাতুন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিনোদ চন্দ্র দেব শর্মা যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস,আই ডি ও শুভ্র দীপ চক্রবর্তী,উৎপল সেন,বিদ্যালয় পরিদর্শক মিস ইসলাম তানিয়া  রুবাইয়া,
বোমাকেশ বর্মন বড়াল হরলাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা গন।বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ে ছাত্রীরা  তাদের বিদ্যালয় থেকে মশাল জ্বালিয়ে তরঙ্গ পুর বিদ্যালয়ে আনলে তারপর শীতকালীন ক্রীড়া উৎসবের সূচনা হয়।বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা শীতকালীন জোনাল ক্রীড়া প্ৰর্তিযোগীতার সম্পাদিকা সোমা বাগচী জানান মোট ৬০টি ইভেন্টের খেলা হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

২৩টি ব্যক্তিগত টিম গেমস হবে আগামী ১৮ই,জানুয়ারী।জানা যায় শীতকালীন কালিয়াগঞ্জ জোনাল ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪০জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ করল হয়।প্রকাশ করেন বিশিষ্ট ব্যক্তিরা সবাই মিলে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *