অনবদ্য এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করল রায়গঞ্জের সংস্কৃতিপ্রেমী মানুষ
1 min read
সুতীর্থ দেব রায়গঞ্জ, ১৬ জানুয়ারি ; রায়গঞ্জ কালচারাল ফোরামের ২৬ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ সন্ধ্যায় ১৫ জানুয়ারি মঙ্গলবার বিধান মঞ্চে একাটি আসনও খালি নেই। অনেকলোক দুপাশে দাড়িয়ে। শেষদিনের অনুষ্ঠান। তাই মজাটাও পুরোপুরি নিতে কেউ খামতি রাখছে না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হলভর্তি দর্শকরা পুরোদস্তুর তৈরি। সন্ধ্যা ৬.৩০ টায় শুরু হয় কালচারাল ফোরামের নিবেদন নৃত্য-গীতি আলেখ্য। যেমন ভাষ্য,সমবেত সংগীত তেমনই দলগত অসাধারণ সব একের পর এক নৃত্য। মনে হল বহুদিনের অনুশীলনের ফল। এরপরের উপস্থাপনা রায়গঞ্জ মাইমের ২১ শে ফেব্রুয়ারি নিয়ে অনবদ্য এক পরিবেশনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এটির মধ্যে কোথায় যেন নিজেকে খোঁজার একটি প্রয়াস ধরা দিল। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠান শেষে দর্শকদের হাততালিতে হলে অনুভুত হল এক অন্য অনুভব। রাত ৮.৩০ টায় এল সেই আকাঙ্খিত সময়। এদিনের মূল আকর্ষণ ছিল সা রে গা মা খ্যাত সংগীত শিল্পী দূর্নিবার সাহার সংগীতানুষ্ঠান। যন্ত্রানুসঙ্গ ঠিকঠাক করতে সময় লাগল বেশ খানিকটা। যেই পর্দা খুলে গেল অমনি দর্শকের হাততালির অভিনন্দন ছড়িয়ে পরলো শিল্পীর উপর। একে একে অনেকগুলি গান তিনি রায়গঞ্জবাসীকে উপহার দিলেন। সেমিক্লাসিকাল ও হাল আমলের আধুনিক বেশ কয়েকটি গান তিনি গাইলেন। রবিঠাকুরের গান ছাড়া কি বাঙালির সংগীতানুষ্টান চলে? কবির গানেও মন ভাসালেন দুর্ণিবার। একেবারে সামনে হাতলহীন এক্সট্রা চেয়ারে বসেছিলেন রায়গঞ্জের শিল্পীমহল। গানের তালে শুরু হল তাদের নৃত্যানুষ্ঠান। মঞ্চে গান চলছে, নীচে নৃত্য। নাচ- গানের এক অদ্ভুত মেলবন্ধন দেখা গেল এদিনের শেষ অনুষ্ঠানে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});