December 26, 2024

সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবে ৫১ফুটের সরস্বতী পূজা–

1 min read
আশীষ ভট্টাচার্য–ধুপগুড়ি-বুধ বার খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হলো ধূপগুড়ী সেন্ট্রাল ডুয়াস প্রেস ক্লাবের অভিনব সারস্বত উৎসবের সরস্বতী পুজোর খুঁটি পূজা।
 প্রেস ক্লাবের সম্পাদক অর্ণব সাহা জানালেন এবারে বিশেষ আকর্ষণ ৫১ফুট উচ্চতা প্রতিমা।ভারতবর্ষে সরস্বতী প্রতিমা এতো বড়োএর আগে হয়নি। সাথে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা,খিচুরি রান্নার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দেওয়া হবে গুণীজন দের সংবর্ধনা প্রভৃতি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ী পৌর সভার ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং ও প্রেস ক্লাবের সভাপতি  সম্পাদক সহ প্রায় সদস্যই।ধুওগুড়ি সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের আসন্ন সরস্বতী পূজাকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে শুরু হয়েছে জোর তৎপড়তা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *