কালিয়াগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্ম দিন
1 min read
তপন চক্রবর্তী–,উত্তর দিনাজপুর–সারা রাজ্য তথা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন স্কুল,কলেজ,সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১২৩তম নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্ম জয়ন্তী পালন করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার সকালে কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল পৌর সভায় নেতাজীর প্রতিকৃতিতে মাল্য দান করেন। নেতাজীর প্রতিকৃতিতে মাল্য দান করেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ, উপ-পৌর পিতা বসন্ত রায়,কমল ঘোষ,ঈশ্বর রজক, পৌর সভার নির্বাহিক আধিকারিক জনার্দন বর্মন সহ পুরসভার কর্মচারীবৃন্দ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপর দিকে কালিয়াগঞ্জ শহর তৃণমূলের অফিসে নেতাজী সুভাষ চন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র পাল ,উপ-পৌর পতি বসন্ত রায়, তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ ,কমল ঘোষ,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});