দিলখুশ পাপড়ের টানে দিলখুশ বাবার জুড়ি মেলা ভার,তৃণমূল কংগ্রেসের মিটিং ছাড়া কারো মিটিং এ পাপড় বিক্রি করেন না দিলখুশ বাবা
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুরঃ- একেই বলে রথ দেখা ও কলা বেচা। তাই আজকে সকলের কাছেই হিরো হয়ে গেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বরুনা গ্রামের অরুণ দেব শর্মা। যাকে সবাই চেনেন দিলখুশ বাবা বলে। তার একটাই কারণ দিলখুশ বাবার দিলখুশ সুস্বাদু তেলে ভাজা পাথরের জুড়ি মেলা ভার । আর তাই আর পাঁচটা দোকানের চেয়ে একদমই আলাদা এই দিল খুশ বাবা । তার দিলখুশ পাপড় একদম সব সময় থাকে কুরকুরে ও টাটকা । আর জানেন কি ? তার দেখা মিলবে কোথায় ? তার দেখা মিলবে যেখানেই কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের মিটিং হয় সেখানেই ।ও সে যেই প্রান্তেই হোক না কেন ।
এরকমভাবে হঠাৎই তার দেখা মিলল কালিয়াগঞ্জ ব্লকের কাচনায় তৃণমূল একটি মিটিং চলাকালীন। সে কি ভিড়। তার দোকানের সামনে। তার কারণ অনুসন্ধান করে জানা যায় তার দিলখুশ পাপড়ের সুস্বাদু টানে সব মানুষ মিটিং এর ফাঁকে ফাঁকে তার দোকানে চলে আসে একটাবারের জন্য হলেও নিজেকে দিলখুস করে নিতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার সাথে কথা বলে আরও জানা গেল তিনি শুধু তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে এই দিল খুশ পাপড় বিক্রি করেন। আর বাকি সময় কৃষিকাজ করেন । তিনি বলেন বিগত ৪০ বছর ধরে তিনি এই তেলেভাজার দিলখুশ পাঁপরের দোকান করছেন। বিগত বামফ্রন্ট সরকারের আমলেও তিনি পাথরের দোকান দিতেন, কিন্তু তখন এত ভিড় হত না গ্রামবাংলায় তাদের মিটিংয়ে। কিন্তু আজ তৃণমূলের মিটিং এ
লক্ষ্য করার মতো ভিড় আর তাই এখন তারও ব্যবসা ও ভালো হছে ।
লক্ষ্য করার মতো ভিড় আর তাই এখন তারও ব্যবসা ও ভালো হছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাই তিনি এখন শুধু বেছে নিয়েছেন যেখানে তৃণমূলের মিটিং হবে সেখানেই তিনি দিলখুশ কাপড়ের দোকান দিবেন। আর বাকি সময়টা কৃষি কাজে মন দেবেন । আর সেই ভাবেই তিনি ২০১১ সাল থেকে শুধু বেছে নিয়েছেন তৃণমূলের মিটিং ছাড়া অন্য কোন মিটিং–এ যাবেন না তার দিলখুশ পাঁপড় বিক্রি করতে। তার বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের মত গরিব মানুষদের জন্য অনেক মানবিক প্রকল্প করেছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রাম বাংলার প্রতিটি বাড়ির মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তিনি ও তার মধ্যে একজন রয়েছে। তাই তার হৃদমাঝারে যেহেতু রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সেহেতু তিনি তৃণমূলের মিটিং ছাড়া আর কোন দলেরমিটিং এর পাশে তিনি তার দিলখুশ দোকানের পসরা বসাবেন না । তিনি বলেন এখন যত দিন যাচ্ছে মমতাদির জনপ্রিয়তা ততই দিন দিন বাড়ছে । কারন তিনি কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন তৃণমূলের মিটিং এ এখন প্রচুর মানুষ আসছেন । আর যারাই আসছেন মিটিং এ ।একবারের জন্য হলেও তার দোকানে এসে নিজেকে দিলখুশ করে নিয়ে যাচ্ছেন মিটিংয়ে তৃণমূলের নেতাদের বক্তব্য শুনতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
generic cialis 20mg Qi Mengzhou was puzzled
Only the problem of power generation, the Karman vortex effect can be called a supernatural spectacle priligy medication On the other hand, Cialis Professional is only available in 20 mg tablets
soft tab cialis Hackers Hijack Websites In Online Pharmacy Scam
best cialis online If you are not satisfied you get the refund any time throughout your life
Firstly, all pharmacological treatments were more effective than placebo or no intervention in terms of achieving ovulation and pregnancy. clomid side effects for men Additionally, Clomid can be used to help male-factor infertility by increasing sperm count and motility.
doxycycline for acne before and after What is more, they are only elders.