December 25, 2024

সিজগ্রামে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে সচেতনতা শিবিরে জেলা শাসক

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর– বুধবার   রায়গঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের সিজগ্রাম জুনিয়র বেসিক স্কুলে ( রারিয়ার কাছে) এক বিশেষ সচেতনতা ও পরিষেবা বিতরণ শিবির অনুষ্ঠিত হল জেলা প্রশাসনের উদ্যোগে। নেতাজীর জন্মদিবস কে এভাবে পালন করার  জেলা প্রশাসনের উদ্যোগে সামিল হল ২৫ টি সরকারি দপ্তর।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 গ্রামের গরীব মানুষের কাছে সরকারি পরিষেবা সরাসরি নিয়ে যাওয়ার উদ্যোগে উপস্থিত ছিলেন  জেলাশাসক শ্রী অরবিন্দ কুমার মিনা সহ প্রশাসনের সকল স্তরের আধিকারিক ও কর্মীরা। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রশাসনিক আধিকারিকগন। জেলা স্বাস্থ্য আধিকারিকের ব্যবস্থাপণায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয়। জেলাশাসকের উপস্থিতিতে গ্রামের  মানুষ স্বীকার করেন যে সরকারি বিভিন্ন পরিষেবা তারা আগেও পেয়েছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই সচেতনতা শিবিরের মাধ্যমে তারা আরও উপকৃত হলেন।   জেলাশাসকের উপস্থিতিতে প্রায় ৩০০জন মানুষের হাতে ডিসাস্টার ম্যানেজমেন্ট দপ্তর, ফিসারি দপ্তর, এ আর ডি দপ্তরের বিভিন্ন পরিষেবা বিতরণ করা হয়।সরকারের  বিভিন্ন যোজনা সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এলাকার মানুষ  করেন এই ধরনের প্রশাসনিক তৎপরতা নিয়মিত থাকলে মানুষ বিভিন্নভাবে উপকৃত হতে পারে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *