এশিয়ান গেমসের ইনভিটেশন টুর্নামেন্টে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে এবার আন্তর্জাতিক স্তরে শহরের নাম গৌরবান্বিত করল রায়গঞ্জের মেয়ে সোনিয়া বৈশ্য
1 min read(বর্তমানের কথা) :- ১৮ তম এশিয়ান গেমসের ইনভিটেশন টুর্নামেন্টে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে এবার আন্তর্জাতিক স্তরে শহরের নাম গৌরবান্বিত করল রায়গঞ্জের মেয়ে সোনিয়া বৈশ্য।রায়গঞ্জের নেতাজিপল্লী এলাকার বাসিন্দা সোনিয়া এশিয়ান গেমসের ওই টুর্নামেন্টে দেশের হয়ে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে জাকার্তায় গিয়েছিল। সেখানেই এশিয়ার অন্যান্য দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করে সোন জিতেছে সোনিয়া।এদিকে এই ঘটনা জানাজানি হতেই খুশির হাওয়া রায়গঞ্জের নেতাজিপল্লী এলাকায়। কয়েকদিন আগেই জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল রায়গঞ্জের ডেইজি। দেশে ও বিদেশের মাটিতে পরপর এমন সাফল্যে খুশি শহরবাসী। মেয়ের সাফল্যে খুশি বাবা বরেন বৈশ্যও।সনিয়ার মা মমতা বৈশ্য বলেন, “গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ত্রিবান্দমে সাই ক্যাম্পাসে প্রশিক্ষণ নিচ্ছিল সনিয়া। ৯ ফেব্রুয়ারি এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য জাকার্তা উড়ে যায় সে। রবিবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা পেয়েছে। ছোট্ট শহর থেকে এই সাফল্য পাওয়ায় খুব খুশি আমরা। তার পাখির চোখ এখন অলিম্পিক।”