March 28, 2024

দিল্লীর সরকার গড়তে তৃণমূলের সবচেয়ে বড় ভূমিকা থাকবে–মমতা-

1 min read
তপন চক্রবর্তী-তনময় চক্রবর্তী, তুফান মহন্ত, পিয়া গুপ্তা, শংকর গুপ্তা;-  উত্তর দিনাজপুর–দিল্লীৰ সরকার গড়তে এবার সবথেকে বড়  নির্ণায়ক শক্তি হয়ে উঠবে তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে এক জন সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন।তিনি বলেন কেন্দ্রের মোদি সরকার এবার আর থাকছেনা।
যদি আবার এই সরকার আসে তাহলে আপনাদের ব্যাঙ্কের গচ্ছিত রাখা টাকা সব চলে যাবে।এই সরকার আবার যদি আসে মানুষকে সর্বশান্ত করবে।আপনার ধর্ম লুটে নেবে ,আপনার সম্পত্তি লুটে নেবে,আপনার স্বাধীনতা লুটে নেবে।কি থাকবে তাহলে।এই সরকার এলে পরে এন আর সি চালু করে আপনাদের সবাইকে তাড়িয়ে দেবার পরিকল্পনা নিয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে তা কোন ভাবেই এসব করতে দেবেনা।তিনি তার ভাষণের অধিকাংশটাই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বক্তব্য রাখেন।তিনি বলেন তার সরকার  আপনাদের জন্য কি করেনি বলতে পারবেন?তাই আমাদের সব প্রার্থীদের জয়ী করতে হবে।
বিজেপি কোনভাবেই যেন একটি ভোট না পায় সেদিকে লক্ষ রাখতে হবে।রায়গঞ্জে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় করে  দিয়েছি।আরো অনেক কিছু করার স্বপ্ন আমার আছে।তাই কানাইয়ালালকে বিপুল ভোটে আপনাদের জয়ী করতে হবে।জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অমল আচার্য,রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস,,পূর্ণেন্দু দে, অরিন্দম সরকার,অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দধী মোহন দেব শর্মা ,সভাধিপতি কবিতা বর্মন তৃণমূল যুব সভাপতি গৌতম পাল সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব।রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য কিছুক্ষন বক্তব্য রাখতেই প্রচন্ড বৃষ্টি নেমে পড়লে মানুষ জনসভা ছেড়ে চলে যেতে থাকে।এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য মাঝ পথেই বক্তব্য শেষ করে তিনি সড়ক পথে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান।বৃষ্টির মধ্যে মানুষের মধ্যে হুড়োহুড়ি ওরে যায় জনসভা ছেড়ে যাবার জন্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *