April 19, 2024

তামিমের ব্যাটে ন'বছরের শাপমুক্তি বাংলাদেশের

1 min read
প্রীতম সাঁতরাঃ দির্ঘ ৯ বছরের খরা কাটল বাংলাদেশের। বদান্যতায় তামিম ইকবালের শতরান। নয় বছর পর এশিয়ার বাইরে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ হারিয়ে একদিনের সিরিজ জয় বাংলাদেশের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তামিমকে। ওয়ান ডাউনের পর সাকিবের সঙ্গে জুটিতে ৮১ রান তোলেন তিনি। তারপর  মুশফিকর এবং মহমুদুল্লাহর সাথে তামিমের পার্টনারশিপ বাংলাদেশকে ২০০ রানের গন্ডি পেরোতে সাহায্য করে। তামিমের স্কোর ১২৪ বলে ১০৩ রান। ইনিংস সাজানো ছিল ৭ টি চার ও ২ টি ছক্কা দিয়ে। পরে মহমুল্লাহর ৪৯ বলে ৬৭ রানের ইনিংস বাংলাদেশের স্কোর পৌঁছে দেয় ৫০ ওভারে ৩০১ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন গেইল। ৬৬ বলে ৭৩ রানের দুর্দান্ত ব্যাটিং করেন এই ক্যারাবিয়ান ব্যাটসম্যান। চেষ্টা করেছিলেন হোপও( ৬৪)। যদিও দলের বাকি ব্যাটসম্যানরা উল্ল্যেখযোগ্যভাবে দাগ কাটতে পারেননি।
ক্যারাবীয় ইনিংস থেমে যায় ২৮৪ রানে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *