March 28, 2024

গঙ্গারামপুর সভায় মুখ্যমন্ত্রী কুশমন্ডির নির্যাতিত মহিলার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন

1 min read
মামুন সরকার,, দক্ষিণ দিনাজপুর;বর্তমানের কথা : আজ গঙ্গারামপুর সভায় মুখ্যমন্ত্রী কুশমন্ডির নির্যাতিত  মহিলার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন এগিয়ে আসতে হবে যুব সমাজকে এগিয়ে আসতে হবে মা বোন দের কে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে সমাজের এরকম অসাধু মানুদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে  হবে  বলেও জানিয়েছেন তিনি গণধর্ষিতা লেপে হাজদার কথা তুলে ধরেন তিনি ।গতকাল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা লেপে হাজদা কে দেখতে যান মুখ্যমন্ত্রী কিন্তু লেপে হাজদার শারীরিক অবস্থা ভালো না থাকায় কথা বলতে পারেন নি তিনি ।আজ গঙ্গারামপুর সভা থেকেই যুবতী লেপে আজদার দ্রুত ব্যাংক একাউন্ট তৈরি করে  দিতে নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তাদের । সেই মোতাবেক আজি খোলা হয় তার একাউন্ট মুখ্যমন্ত্রী জানান ইতি মধ্যে  4 লক্ষ ১২ হাজার টাকা দেওয়া হচ্ছে তার একাউন্টে । লেপে হাজদা তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই কামনা করি ।তিনি আরো জানান আদিবাসীরা আমার মা বোনের মতো আর আমার আত্মীয় স্বজনদের ওপর এরকম অত্যাচার হবে তা আমি সহ্য করবো না  । তাই যুব সমাজকে এগিয়ে প্রতিবাদ করতে হবে কোনশ্রী দের প্রতিবাদ করতে হবে যুবশ্রী ভাই দের প্রতিবাদ করতে হবে সবাই এই সব ঘটনা যাতে না ঘটে তার প্রতি বাদ করতে হবে ।আর লেপে হাজদার ব্যপারে তিনি দেখবেন বলে জানিয়েছেন তিনি এখন আমাদের সমাজে এমন মানুষ রয়েছে কেন যে তারা এই সব কাজ করে তা আমি বুঝতে পারছিনা ।তবে সমাজকে সচেতন করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে রুখে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে এমনি কথা বলেন এই সভায় ।ইতি মুহূর্তে আমি তার একাউন্টে ৪লক্ষ১২ হাজার টাকা ফেলে দিয়েছি মেয়েটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *