March 29, 2024

বেড়াল দিয়ে যেমন চাষ করা যায়না তেমনি সিভিক ভলান্টিয়ার দিয়ে নির্বাচন করা সম্ভব নয়-বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু

1 min read
দেবব্রত  চক্রবর্তী ইসলামপুর–রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চলেছে।বিড়াল দিয়ে যেমন কখনও জমি চাষ হয় না তেমনি সিভিক ভলান্টিয়ার দিয়ে নির্বাচনও করা যায়না।যদি এদেরকে বব্যবহার করা হয় তাহলে যা হবার তাই হবে।কোচবিহারে যে ঘটনা ঘটলো তার পুনরাবৃত্তি নাহয়।সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের রোড শো’তে হাজির হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিমান বসু বলেন, “সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে নির্বাচনের কাজ হবে না, ওটা ওদের কাজ নয়। প্রথম দফায়  কুচবিহারে যা হয়েছে তার দায়িত্ত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। দ্বিতীয় দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট এবং নিজের ভোট নিজে দিতে পারার জন্য বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে।রাজ্য বাহিনী দিয়ে কোন বুথে ভোট করা হলে তার ফল যা হবার টসি হবে।

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি করপোরেশন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিমানবাবু বলেন, শিলিগুড়ি করপোরেশন যেহেতু বামেদের হাতে তাই সেখানে উন্নয়নের অর্থ দেওয়া হবেনা।এটা কোন নিয়মের মধ্যে পরে।বামেরা শিলিগুড়ি করপোরেশনের আগেও উন্নতি করেছে এখনো করছে।  উন্নয়ন হচ্ছে বলেই তো মানুষ করপোরেশনের দায়িত্ত্ব আমাদের দিয়েছেন।” এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে আশ্রমপাড়া মোড় হয়ে ইসলামপুর বাজার সহ শহর পরিক্রমা করে ফের বাস টার্মিনাসে শেষ হয় বিমান সেলিমের রোড শো। দলীয় কর্মী-সমর্থকদের ব্যান্ড ও মাদলের তালের পাশাপাশি লাল ঝান্ডা ও লাল বেলুনের সমন্বয়ে সেলিমের রোড শো’তে “বোলো দিলসে সেলিম ফিরসে” স্লোগানে মাতলো ইসলামপুর। সেলিমের রোড শো’তে পুরুষদের পাশাপাশি মহিলা কর্মীদের উপস্থিতিও ছিল নজরকাড়া।  এবারের লোকসভা নির্বাচনে সিপিআইএম যে বিরোধীদের এক ইঞ্চি জমিও বিনা লড়াইতে  ছেড়ে দেবে না এদিনের সেলিমের রোড শো সেটাই প্রমান করে দিল ইসলামপুরের জনসাধারণকে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *