February 22, 2023

দর্শক তাণ্ডবের জের, নিজেদের ঘরের মাঠে ম্যাচ হারাল আইজল

1 min read

প্রীতম সাঁতরা : ঘরের মাঠে দর্শক তাণ্ডবের জন্য বড়সড় শাস্তির মুখে পড়তে হল আইজল এফসিকে। ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আই লিগের আসন্ন ম্যাচ গুলিতে তাদের ঘরের মাঠে খেলতে পারবে না আইজল। চলতি আইলিগে কিছু দিন আগেই আইজল এফসি সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। সমর্থক বিক্ষোভ এতটাই তীব্র ছিল যে দীর্ঘক্ষণ মাঠের মধ্যে বাস এনে বের করে নিয়ে আসতে হয়েছিল লাল হলুদ প্লেয়ারদের। এমনকি কোচ খালিদ জামিলকে ড্রেসিং রুমে গিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ লাল হলুদের। ইস্ট বেঙ্গলের পড়ে মোহন বাগান ম্যাচেও গ্যালারিতে উত্তাল হয়ে ওঠেন আইজল সমর্থকরা। বাগানকে একটি পেনাল্টি দেওয়া এবং তাদের একটি পেনাল্টি না দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। যদিও সেবার ক্ষোভের কেন্দ্র বিন্দুতে মোহন ফুটবলাররা নয়, ছিলেন রেফারি এবং ল্যাইন্সম্যান। আইজল মাঠে হেনস্থার ঘটনায় বীতশ্রদ্ধ দুই পক্ষের ক্লাব কর্তারাই চিঠি দিয়ে অভিযোগ জানান ফেডারেশনকে। দুই ক্লাবের অভিযোগের ভিত্তিতে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি আইজলে ঘরের মাঠে আর ম্যাচ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও তার পরিবর্তে আইজল কোন মাঠে খে

লবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *