পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে তৎপর মন্ত্রী গৌতম দেব।
1 min read
অনুপ জয়সয়াল (বর্তমানের কথা): আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এবার রাস্তায় নেমে পড়লেন তৃনমুল কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার তার নিজের বিধানসভা কেন্দ্র থেকে এক পদযাত্রার মধ্য দিয়ে সেই কর্মযজ্ঞ শুরু করে দিলেন গৌতম দেব। “মানুষের কাছে চলো, মানুষের সাথে চলো” এই বার্তা নিয়ে এদিন ডাবগ্রাম ২ এলাকার আশিঘর মোড়স্থিত জয়কান্ত স্কুল থেকে জাবরা ভিটা পর্যন্ত এক পদযাত্রা করেন মন্ত্রী। পাশাপাশি আরো উন্নয়ন করার ব্রত নিয়ে, কেন্দ্র সরকারের অসহিষ্ণুতার কথা ঘরে ঘরে পৌছে দিতেও তৃনমুল কংগ্রেসের এই পদযাত্রা বলে মন্ত্রী জানান।
প্রসঙ্গত, ডাবগ্রাম বিধানসভার একদা তৃনমুল কংগ্রেসের প্রভাবশালী নেত্রী শীখা চ্যাটার্জী সম্প্রতি তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তাই এই এলাকায় আর তেমন কোনো নেতৃত্ব না থাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের গুরুভার মন্ত্রীর কাধেই এসে পড়ে। যদিও মন্ত্রী এই পদযাত্রার সাথে পঞ্চায়েত নির্বাচন বা যে কোনো নির্বাচনেরই কোনো সম্পর্ক নেই বলে জানান। তবে, পাশাপাশি তিনি একথাও জানান গত চারবছর আগে নকশালবাড়ি এলাকার গ্রাম ভিত্তিক উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে চলো, মানুষের সাথে চলো এই জনসংযোগ মিছিল বা পদযাত্রা শুরু করা হয়েছিল। তারপর দীর্ঘ ব্যবধানে ফের ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রাম ভিত্তিক এই পদযাত্রা যে পঞ্চায়েত নির্বাচনে মানুষের আরো বেশী সমর্থন আদায় তা বলাই বাহুল্য। মন্ত্রী গৌতম দেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করে সদর্পে জবাব দেন যে, “আমি সারা বছরই এমন অনেক কাজ করে থাকি তার কিছু সোসাল মিডিয়া ও মিডিয়াতে যায় আর কিছু কাজের কথা সোসাল মিডিয়া বা মিডিয়াতে যায় না”।