April 19, 2024

নর্থ বেঙ্গল ডেভলপমেন্ট ফর স্পোর্টস এন্ড গেমস এর উদ্যোগে খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসছে আগামী দিনে

1 min read

                      
তপন চক্রবর্তী:- কালিয়াগঞ্জ ঃ-  রাজ্যের 
খেলাধুলার মানচিত্র উত্তর দিনাজপুর জেলার খেলোয়াররা যাতে করে জেলার সন্মান
তুলে ধরতে পারে তার জন্য জেলার স্বার্থে উত্তর দিনাজপুর জেলার খেলাধুলার
পরিকাঠামোগত উন্নয়নের সার্বিক পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হল মঙ্গলবার উত্তল
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পাইওনীয়ার এগ্রো সমবায় ভবনে নর্থ বেঙ্গল
ডেভলপমেন্ট  ফর স্পোর্টস এন্ড গেমস এর
উত্তর দিনাজপুর জেলার অন্যতম সদস্য অসীম ঘোষ এক সাংবাদিক সম্বেলনে এই কথা বলেন।
আসীম বাবু বলেন উত্তর দিনাজপুর জেলাকে খেলাধুলার ক্ষেত্রে আমরা এগিয়ে নিয়ে যাবার
জন্য বদ্ধ পরিকর।তিনি বলেন জেলায় খেলার উন্নয়নে 
যাযা প্রয়োজন  তা আমাদের করতে
হবে।তাই জেলার জেলার ক্রীড়া সংগঠকদের নিয়ে খোলামেলা আলোচনা করে সবার সমস্যার কথা
শোনা হল। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস  বলেন জেলাগতভাবে খেলাধুলার সার্বিক উন্নয়ন নিয়ে
এই প্রথম একটি আলোচনা সভার ব্যবস্থা করায়  সভার আহ্বায়কদের অভিনন্দন জানান।সুদীপ বাবু বলেন
তাদের জেলার খেলাধুলার উন্নয়নে যদি সার্বিক সাহায্য পাওয়া যায় তাহলে উত্তর
দিনাজপুর জেলায় খেলার মান অবশ্যই বৃদ্ধি পাবে বলে তার ধারনা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 উত্তর দিনাজপুর জেলার
কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর সম্পাদক প্রবীর গুহ বলেন এতদিন পর তারা
এই জেলায় দুইজন অভিভাবক পেলেন যাদের মাধ্যেমে তারা জেলার ক্রীড়া ক্ষেত্রের নানাবিধ
সমস্যার হাত থেকে মুক্ত হতে পারবে বলে তার দৃঢ ধারনা।উত্তর দিনাজপুর জেলার জেলা
ব্যাডমিন্টান এ্যসোসিয়েশনের সম্পাদক সুভাষ মহলানবিশ বলেন এতদিন পর উত্তরবঙ্গের
খেলাধুলার উন্নয়নের জন্য যে ক্রীড়া সংস্থা গঠন করে  উত্তর দিনাজপুর জেলার যোগ্য প্রতিনিধি অসীম
ঘোষের মত ব্যাক্তির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তার স্থির বিশ্বাস জেলার ক্রীড়া
ক্ষেত্রের যে উন্নয়ন ঘটছে এ ব্যাপারে তিনি নিশ্চিত।

জেলা ব্যাডমিন্টান
এ্যসোসিয়েশনের বিদায়ী সম্পাদক অরুপ ঘোষ  বলেন তিনি বিশ্বাস করেন আন্তরিকতার সাথে এই সদ্য
গঠিত ক্রীড়া সংস্থা যদি আমাদের পাশে এসে সহয়তা করে তাহলে এই জেলা থেকে অনেক
প্রতিভাবান ছেলেমেয়েদের আমরা তৈরী করতে পারবো।উত্তর দিনাজপুর জেলার খোখো
এ্যসোসিয়েশনের যুগ্ন সম্পাদক বরুন দাস বলেন জেলার খেলাধুলার উন্নয়নের বিদ্যালয়ের
ক্রীড়া শিক্ষকদের  বিরাট ভুমিকা থাকলেও কোন
বিদ্যালয়ে ই তা দেখা যায়না।সরকার থেকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষকদের খেলাধুলার
কাজে নিয়মিতভাবে ব্যাবহার করার ব্যবস্থা নিতে হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 উত্তর দিনাজপুর জেলার এথেলেটিক্সের
বিশিষ্ট কোচ সজল কুমার দাস বলেন জেলার খেলাধুলার পরিকাঠামো না থাকার ফলে  আমারা অনেক 
অসুবিধার মধ্যেও জেলা থেকে বেশ কিছু ভালো এ্যথেলেটিক্স উপহার দিয়েছে। ভালো
এথেলেটিক্স তৈরী করতে গেলে  চাই সবার আগে
পরিকাঠামো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আলোচনাসভা থেকে ক্রীড়া সংস্থার দুই অন্যতম সদস্য অসীম ঘোষ ও মিনাহাজুল
আরবিন আজাদ উপস্থিত ক্রীড়া সংগঠনের কাছে আগামী ৫ই আগষ্টের মধ্যে তাদের বিভিন্ন
খেলাধুলার ক্ষেত্র তাদের কি কি সমস্যা আছে তা লিখিত আকারে দেবার জন্য আবেদন
জানান।আলোচনা সভায় উপস্থিত ক্রীড়া সংগঠনের প্রত্যেকেই জেলার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন
নিয়ে আলোচনায় সবাই খুশি বলে জানান।উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া বিদ উত্তর
ভট্টাচার্য ও এমডি জাহেদ আলম আরজু ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *