April 20, 2024

রায়গঞ্জের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর

1 min read
তন্ময় দাস, বর্তমানের কথা, রায়গঞ্জঃ ক্লিনিকাল লাইসেন্স ও ফায়ার সেফটি লাইসেন্স না থাকার কারণে রায়গঞ্জের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে , চলতি মাসের ১৬ মার্চ, লাইসেন্স তৈরি ও পুনর্নবীকরণ করার নির্দেশ দেওয়া হয় রায়গঞ্জের ওই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষকে। এবং লাইসেন্স নবীকরণ না হওয়া পর্যন্ত নার্সিংহোম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ, স্বাস্থ্যদপ্তরের  সেই নির্দেশকে তোয়াক্কা না করেই ওই নার্সিংহোম কর্তৃপক্ষ  বেআইনিভাবে নার্সিংহোম খোলা রেখে রোগী ভর্তি করে চিকিৎসা চালাচ্ছে। এরপরেই বাধ্য হয়ে শুক্রবার ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।উল্লেখ্য, বিগত কয়েকদিন আগেই রায়গঞ্জের কর্ণজোড়ার ছটপড়ুয়া এলাকার ওই বেসরকারি নার্সিংহোমে আগুন লাগার ঘটনা ঘটে। এরপরেই দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় কোনও ক্ষতি না হলেও আগুন লাগার ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে নার্সিংহোমে চিকিৎসারত রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে।এই ঘটনার পরেই ওই বেসরকারি নার্সিংহোমের কাগজপত্র খতিয়ে দেখার কাজ শুরু করে স্বাস্থ্য দফতর। এবং তাতেই উঠে এই আসে চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা যায়, ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী নার্সিংহোমের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও নবীকরণ না করেই অবৈধভাবে নার্সিংহোমটি খোলা রেখে রোগী ভর্তি রেখে চিকিৎসা চালাচ্ছে  নার্সিংহোম কতৃপক্ষ। পাশাপাশি ওই বেসরকারি নার্সিংহোমের ফায়ার সেফটি লাইসেন্সেরও মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে জানা গেছে।এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, জেলা শাসকের নির্দেশেই ওই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ওই নার্সিংহোমের মালিকের দাবী, লাইসেন্স নবীকরণের জন্য আবেদন জানানো হয়েছিল কিন্তু তার কিছু ভুল থাকার কারণে বাতিল হয়ে যায়। আমারা কিছুদিন সময় চেয়েছি স্বাস্থ্যদপ্তরের কাছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *