February 13, 2023

ইন্ডিয়া গেটে গেরুয়া পতাকা উড়িয়ে রথযাত্রার সূচনা রাজনাথের

1 min read
বর্তমানের কথা ঃ বিজেপির রথ যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইন্ডিয়া গেট লন থেকে । এই রথ যাত্রার উদ্দেশ্য রাষ্ট্রীয় রক্ষা মহাযজ্ঞের জন্য মাটি ও জল সংগ্রহ করা। ১৮-২৫ মার্চ এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। ডোকালাপুঞ্চওয়াঘার পাশাপাশি চার ধাম থেকে ওই মাটি ও জল সংগ্রহ করা হবে। রাজনাথ এদিন বলেনভারত শক্তিশালী দেশ হতে চায় সমগ্র বিশ্বের কল্যাণের জন্য। কিন্তু অন্য কোনও দেশকে ভয় দেখানো ভারতের উদ্দেশ্য নয়। দিল্লির পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যা থেকে শুরু করেছে রামরাজ রথযাত্রা। উল্লেখ্যঅযোধ্যার করসেবক পুরম থেকে শুরু হয়ে তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়ে থামবে ৪১ দিনের এই রথযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *