উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায় বাঙালবাড়ি রেল স্টেশনের সংলগ্ন এলাকায় গলাকাটা এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধার
1 min read
তন্ময় দাস ( বর্তমানের কথা ): অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলাকাট মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায়।বাঙালবাড়ি রেল স্টেশনের সংলগ্ন এলাকায় গলাকাটা এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।তড়িঘড়ি তারা খবর দেয় বাঙালবাড়ি রেল স্টেশনের রেল পুলিশ ও হেমতাবাদ থানার পুলিশকে।খবর পেয়ে ছুটে আসেন বাঙালবাড়ি রেল স্টেশনের রেল পুলিশ ও হেমতাবাদ থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্যকোনও স্থানে খুন করে ওই এলাকায় ফেলে রেখে যায় কোনো দুষ্কৃতীরা। মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গেছে পুলিশ সুত্রে।মৃত ব্যাক্তির পরিচয় জানার চেস্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ।