February 14, 2023

আত্মহত্যা 'সিরিয়াল রেপিস্ট-কিলার'-এর

1 min read

প্রীতম সাঁতরা : প্রায় ২৭ টি ধর্ষনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, সঙ্গে রয়েছে ১৫ টি মার্ডারের অভিযোগ। শুধু এখানেই শেষ নয়, অভিযুক্ত এম জয়শংকর জেল থেকে পালিয়েছিল ২ বার। সেই এম জয়শংকরের মৃতদেহ উদ্ধার হল বেঙ্গালুরুর পারাপান্না অগ্রহারা জেলে। আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। ২০০৯ সালের ৯ জুলাই, হসুরের কাছে বছর ৪৫ এর পি শ্যামালেকে হত্যা এবং খুন। ওই বছরেই ২৩ অগাস্ট, পুলিশ কনস্টেবল এম. জয়ামনিকে হত্যা। অক্টোবরের ১৯ তারিখে তাকে গ্রেফতার করে তিরুপুর পুলিশ। এরপরেও জারি ছিল তার নারকীয় কির্তী। ২০০৯ থেকে ২০১১ মধ্যে প্রায় ২০ টা ধর্ষণ ও ১৩ টি খুনের মামলা যুক্ত হয় তার বিরুদ্ধে। এরপর ২০১১-র মার্চের ১৮ তারিখ পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে যায় সে। তবে মে মাসেই ফের গ্রেফতার করা হয় তাকে। তবে এই দু’মাসের মধ্যেই ৬ মহিলাকে ধর্ষণ ও খুনের পাশাপাশি এক ব্যক্তি ও এক শিশুকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৩-তে ১০ বছরের কাড়াদন্ডের নির্দেশ দেয় আদালত। এবার দ্বিতীয় বারের জন্য পালিয়ে যায় এম জয়শংকর। ২০১৩ সালের, ৬ সেপ্টেম্বরের তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আত্মহত্যা করে ‘সিরিয়াল রেপিস্ট-কিলার’ এম জয়শংকর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *