April 20, 2024

আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে কোহলি-ধোনি

1 min read

প্রীতম সাঁতরা : ৬ মার্চ শ্রীলঙ্কায় আসন্ন টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়ক বিরাট কোহলি, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়াদের। সেক্ষত্রে অধিনায়ক করা হতে পারে রোহিত শর্মাকে। সহ অধিনায়কের ভুমিকায় দেখা যেতে পারে শিখর ধবনকে। ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি বিসিসিআই কর্তাদের মাথায় ঘুরছে আইপিএল এবং ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ। মূলত সেই কথা ভেবেই বিশ্রাম দেওয়া হতে পারে জাতীয় দলে নিয়মিত কিছু ক্রিকেটারদের। বিশ্রামের তালিকায় নাম লেখাতে পারেন ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাও। কারণ ইংল্যান্ডের সুইঙ্গিং ট্রাকে ভুবির মত বোলারের থাকা অবশ্যক। আর ডেথ ওভারে জসপ্রীতের বোলিং এখনও অপরিহার্য। অধিনায়কত্ব করার ভুমিকা এর আগেও অবশ্য রয়েছে রোহিতের। কেপটাউনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেই ২০-২০ এবং একদিনের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। সেক্ষেত্রে জয়ের রেকর্ডও বেশ নজরকাড়া। তবে ধোনি, কোহলির বদলি হিসাবে দলে কাকে আনা হবে

সে দিকেই আগ্রহ ক্রিকেট প্রেমীদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *