April 20, 2024

ভোটের জানা–অজানা

1 min read
তপন চক্রবর্তী–ভারতবর্ষে সাতদফা এবারের ভোট হতে চলেছে।যার প্রথম দফা ১১ই এপ্রিল হয়ে গেছে। আমরা ভোটাররা অনেক সময় বলে থাকি এতদিন ধরে ভোট করার কোন অর্থ আছে নাকি?কিন্তু আমরা অনেকেই জানিনা এই ভারতবর্ষে প্রথম ভোট কতদিন ধরে হয়েছিল?প্রথম ভোট হয়েছিল ৫ মাস ধরে। শুনে আশ্চর্য হচ্ছেন? তাই হবারই কথা।
এই ভারতবর্ষের ক্ষমতা দখল করবার জন্য শুধু এখনই রাজনৈতিক দলের নেতৃত্বরা সরব যে হয় তা নয়।ভারতবর্ষে প্রথম যে ভোট হয় তাতে ৫৩ টি দল অংশগ্রহণ করেছিল।যেহেতু সেই সময় সব কিছুই নুতন।ভোট নেবার মত কোন পরিকাঠামো তৈরি হয়নি অথচ ভোট নিতেই হবে।তাই ৫৩ টি রাজনৈতিক দলের জন্য ৫৩ টি ব্যালট বক্স রাখা হয়েছিল।যা  এক কথায় অভাবনীয় এবং আশ্চর্যজনকও বটে।এখানেই আশ্চর্য হবার শেষ হয়নি।ভারতের প্রথম ভোট উৎসবের  নির্বাচন কমিশনার ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সুকুমার সেন।যা এই রাজ্যের রূপকার তথা প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বিধান ,চন্দ্র রায়ের পরামর্শে এবং ভারতের প্রথম প্রয়াত প্রধান মন্ত্রী জওহর লাল নেহেরুর সাথে আলোচনা সাপেক্ষে।ভারতের প্রথম লোকসভা নির্বাচনে মোট আসন ছিল ৪৮৯টি। সৌজন্যে–(উত্তরবঙ্গ সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *