March 29, 2024

কালিয়াগঞ্জ কে নির্মল করতে বাড়ি বাড়ি স্বাস্থ্য সম্মত শৌচাগার তৈরি করবে কালিয়াগঞ্জ পৌরসভা

1 min read


তন্ময় চক্রবর্তী :- ইন্ডিভিউজাল হাউস হোল্ড স্কিমের আওতায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বাড়ি বাড়ি স্বাস্থ্য সম্মত শৌচাগার তৈরি করছে কালিয়াগঞ্জ  পৌরসভা।এই প্রকল্প চালু হওয়ায় উপকৃত হবেন পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র শ্রেণীর নীচে বসবাসকারি সাধারণ মানুষরা।এই প্রকল্পে উপভোক্তা প্রতি বরাদ্দ হয়েছে দশ হাজার টাকা করে।যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে চার হাজার টাকা,রাজ্য সরকার চার হাজার টাকা এবং পৌরসভা দেবে দুই হাজার টাকা।সর্বমোট পাওয়া যাবে দশ হাজার টাকা।এর জন্য ওই প্রকল্পের সুবিধা নিতে গেলে উপভোক্তাকে জমা করতে হবে নয়শ নব্বই টাকা।সব মিলিয়ে প্রায় এগারো হাজার টাকার মধ্যে তৈরি হবে স্বাস্থ্য সম্মত শৌচাগার উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসপরিচালিত কালিয়াগঞ্জ পৌরভায় পৌরপতি কার্তিক চন্দ্র পাল জানান,সম্প্রতি পৌরসভার ১৭ টি ওয়ার্ডেই সংশ্লিষ্ট বিষয়ে সমীক্ষার কাজ শেষ ।১৭ টি ওয়ার্ডে চার হাজার  শৌচাগার নির্মাণের বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষের ছাড়পত্র মিলেছে।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিক কাজ। অন্যদিকে গত একবছর ধরে পুরসভার প্রতিটি ওয়ার্ডেই এই বিষয়ে সমীক্ষা চলে।যেসব বাড়িতে এখনও স্বাস্থ্য সম্মত শৌচাগার গড়ে ওঠেনি সেসব বাড়ির তালিকা তৈরি করে পাঠানো হয় দপ্তরের তরফে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে।এরপর ওই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হলে ফের বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলররা দেখে আসেন যে কেউ ইতিমধ্যেই শৌচাগার বানিয়েছেন কিনা।এরপরই উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করে পুরসভা।কালিয়াগঞ্জ পুরসভার বস্তি এলাকায় এখনও ভোর হলেই প্রাতঃকৃত সারতে বাইরে বেরিয়ে পড়ে অনেকেই।
কেউ বা চলে যায় কোনও পুকুরের পাশে কিংবা খোলা মাঠে বা রেললাইনের ধারে।এসব বিচার করেই পরিবেশ দূষণের হাত থেকে এলাকাকে রক্ষা করতে এগিয়ে এলো মিশন নির্মল বাংলা প্রকল্প।তবে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা পুরসভার এই উদ্যোগে রীতিমতো খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *