April 20, 2024

কালিয়াগঞ্জ শহরে শুরু হল নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-  সপ্তদশ লোকসভা নির্বাচন উৎসব সারা দেশে প্রথম দফা ১১ই এপ্রিল শুরু হলেও ১৮ই এপ্রিল দ্বিতীয় দফা ভোট উৎসবে সারা দেশের সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের জন্য ভোট উৎসবে সামিল হবেন জনতা জনার্দন নামক নির্বাচক মন্ডলী।আর এই ভোট উৎসব সুশৃঙ্খল  ও শান্তিপূর্ণ ভাবে সফল করতে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার পাঠানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
 কালিয়াগঞ্জ শহরে বুধবার  কেন্দ্রীয় বাহিনী পদার্পণ করতেই শহরে তাদের নিয়ে শুরু হয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ অফিসারদের সহযোগিতায়  শহরের বিভিন্ন রাস্তায় ও মহল্লায় মহল্লায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।বুধবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকা পরিচিতি করতে কালিয়াগঞ্জ থানার টাউনবাবু তথা এস আই রাম চন্দ্র ঘোষ বেরিয়ে পড়েন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা যায়কালিয়াগঞ্জ শহর ও গ্রাম সর্বত্রই এবার লোকসভা ভোটের আগে থেকে ভোটের দিন পর্যন্ত এই বাহিনী সাধারণ মানুষদের ভোট দিতে সামান্যতম কোন রকম অসুবিধা না হয় এবং ভোটারদের সহযোগিতা করবেন সবসময়ের জন্য।কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত ব্যানার্জী জানান কালিয়াগঞ্জ শহরে মোট দুই কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসেছে।ভোট উৎসবের মাধ্যমে যাতে গনতন্ত্রের  জয় হয়,শান্তির বাতাবরন রক্ষায় অতন্দ্র প্রহরার মধ্য দিয়ে তা সুনিশ্চিত করতে।আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায় বলেন কালিয়াগঞ্জ ব্লক অত্যন্ত শান্তিপ্রিয় ব্লক।শান্তি প্রিয় ব্লক হিসাবে কালিয়াগঞ্জের সুনাম সুবিদিত।তাই আসন্ন ভোট উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ভাবেই শেষ হবে বলে তার দৃঢ় বিশ্বাস।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *