February 14, 2023

ময়দানে নেমে পরলেন যুব তণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পালের স্ত্রী পম্পা পাল

1 min read
তন্ময় দাস, হেমতাবাদ, পঞ্চায়েত  ভোট  আর মাত্র  হাতে গোনা কটা দিন তার আগেই 
ময়দানে নেমে পরলেন তৃনমূল। হেমতাবাদ ব্লকে ১;২;৩ নং গ্রাম পঞ্চায়েত পার্থী  তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা যুব তণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পালের স্ত্রী পম্পা পাল, 
আজ দলীয় কর্মী  দের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন  করেন তিনি । হেমতাবাদের প্রতিটি অঞ্চলে অঞ্চলে সভা করে কর্মী সমর্থকদের সজাগ করে 
তোলা মূল উদ্দেশ্য হচ্ছে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। য়দিও হেমতাবাদ ব্লকে সিপিএম এর শক্ত ঘাটি বলে পরিচিত।  তা কতটা সফল করতে পারে ঘাঁস শিবির তা দেখারর পালা।

 রবিবার বহারাইল সংলগ্নএলাকায় একটি সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জানা গেছে ব্লক নেতৃত্ব বৃন্দ এদিনের সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *