মহেন্দ্রগঞ্জ আমরা ক জন ব্যবসায়ীর উদ্যগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো অক্ষয় তৃতীযা
1 min readমহেন্দ্রগঞ্জের ব্যবসায়ী কান্তি সাহা জানান বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয়া তুলনায় কাছাকাছি হওয়ায় এবার পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত টানা তারা নানা ধরনের স্কিমের ব্যবস্থা করেছে৷অর্থাৎ তাঁরাও চেয়েছেন এই সময়টাকে ব্যবসার জন্য কাজে লাগাতে ৷ ব্যবসায়ী কান্তি সাহা জানান অনেক শুভ কাজ করার জন্য এই দিনটিকে তারা বেছে নেন৷তা ছাড়া পয়লা বৈশাখের পাশাপাশি অনেকেই হালখাতার অনুষ্ঠান করে থাকেন অক্ষয় তৃতীয়া দিনেই।কান্তি বাবু জানান এবারে তারা বাংলা নববর্ষতে যদিও বা নতুন খাতার উদ্বোধন করেছিলেন।এই পবিত্র দিনটিতে কোন শুভকার্য সম্পন্ন হলে অনন্তকাল তা অক্ষয় থাকে। মূলত এপ্রিলের শেষে বা মে মাসের প্রথমে এই শুভ তিথি পালন করে থাকে। এদিন অক্ষয় তৃতীয়া কে ঘিরে বহু মানুষকে রত্ন বা জিনিসপত্র কিনতে দোকানে ভীড় জমাতে দেখা যায় ।