April 19, 2024

রবিবাসরীয় বিকালে স্পেশাল অবজার্ভার বালুরঘাটে।সার্কিট হাউসে রাজনৈতিক দলের সঙ্গে মিটিং

1 min read

 তুহিন শুভ্র মন্ডল আজ ছিল বিভিন্ন রাজনৈতিক দল গুলির প্রচার পর্বেরশেষ দিন।আগামী তেইশে এপ্রিল আসন্ন বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটে বালুরঘাট দেখলো তৃনমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ  ও আর এস পি প্রার্থী রনেন বর্মনের সমর্থনে   বামফ্রন্টের মহামিছিল।

তার আগে বুনিয়াদপুরে অর্পিতা ঘোষের সমর্থনে সভা করেছেন আরেক তৃনমূল কংগ্রেস প্রার্থী ও চিত্রতারকা দেব,পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ।এদিকে সকালবেলায় বিজেপি প্রার্থী ড.সুকান্ত মজুমদারের সমর্থনে রোড শো তেও


 অংশ নিয়েছিল রুপা গাঙ্গুলি।পরে বিকেলে স্পেশাল পুলিশ অবজার্ভার বিবেক দুবে প্রথমে প্রশাসনিক মিটিং করেন।উপস্থিত ছিলেন জেলাশাসক ড. দীপাপ প্রিয়া পালরাজ ও পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী ।জানা গিয়েছে পাঁচশো দুইটি বুথ ( মোট পনেরশো ত্রিশ) স্পর্শকাতর 



 এবং একাশি শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।পরবর্তীতে রাজনৈতিক দলের সাথে মিটিং করেন বিবেক দুবে।মিটিং থেকে বেরিয়ে তৃনমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ অভিযোগ জানান যে বিজেপি বিএসএফ কে কাজে লাগিয়ে সীমান্তে ভোটার দের ভয় দেখাচ্ছে,অ্যান্ড্রয়েড ফোন ও টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করছে।সে কথা স্পেশাল পুলিশ অবজার্ভার কে জানিয়েছি ।

আর বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকারকে সঙ্গে নিয়ে বলেন একশো শতাংশ বুথেই আমরা কেন্দ্রীয় বাহিনীর দাবী জানিয়েছি।সেটা সম্ভব না হলে মানুষকে বলবো প্রতিরোধ গড়ে তুলতে।স্পেশাল পুলিশ অবজার্ভারের সাথে মিটিং- এ অংশ নেন আর এস পি সহ অন্য রাজনৈতিক দলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *