April 20, 2024

দেশের মোদী ননি স্বপ্নের ফেরিওয়ালা দুগ্ধজাত ননী …….

1 min read
জয়ন্ত বোস , বর্তমানের কথা একজন  রাজনৈতিক ব্যেক্তি তথা ভারতের প্রধানমন্ত্রী ন ফর নরেন্দ্র অন্যজন ভারতের হীরক ব্যবসায়ী নি ফর নিরভ দুইজনেই স্বপ্নের ফেরিওয়ালা দুগ্ধজাত ননী মোদী. শ্রীকৃষ্ণ , মা যশোদার তৈরী করা ননী ছোট থেকেই চুরি করে খেতেন আর সেই ননী শ্রীকৃষ্ণের মুখে লেগে থাকতো কিন্তু বর্তমানে ভারতের আপামর জনগণের মুখের ঠোঁটে উচচারিত স্বপ্নের ফেরিওয়ালা ননি মোদীদ্বয়  এখন দুগ্ধজাত ননী . কোথাও গেলে পাবে নাকো এমন ননি  , সকল দেশের চাইতেও ভারতের ঘোটালার মানি. চা ফেরিওয়ালা থেকে রাজনীতির মঞ্চে বিজেপি নেতৃতাধীন কেন্দ্রীয় সরকারের মধ্যমণি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিল্লীর মসনদে বসেই ১৩০ কোটি ভারতবাসীদের প্রত্যেকের ব্যাঙ্ক আ্যকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেই স্বপ্নে বিভোর হয়ে ভারতীয়রা শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে উদ্বেলিত হয়ে প্রতিটি ব্যাঙ্কের শাখায় লম্বা লাইন দিয়েছিল তেমনি নোট বন্দীর জন্য ভারতীয়দের ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড় করিয়েছিলেন স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী . নরেন্দ্র মোদীর আশ্বাসে আনন্দে কিছু পাওয়ার আশায় স্বপ্নদেখা সেই ভারতবাসীরা আজ দুঃস্বপ্নে ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়ে , নায়ক হীরক ব্যাবসায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১হাজার ৪শো কোটি টাকার নয়ছয়ের দুর্নীতির নায়ক নিরভ মোদী. এতবড় ব্যাঙ্ক জালিয়াতি ব্যাঙ্কিং গ্রাহকদের বিশ্বাস কে যেমন  টলিয়ে দিয়েছে তেমন তলিয়ে গেছে প্রধানমন্ত্রীর সেই আশ্বাস বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে এনে ভারতীয়দের ব্যাঙ্ক আ্যকাউন্টে জমা করে দেওয়ার বার্তার বিশ্বাস . এই ঘটনার প্রেক্ষিতে জনসাধারণ বলতে শুরু করেছে দেশের দুই ননি মোদী দুগ্ধজাত ননীতে পরিণত হয়েছে যে ননী দেশের জনগণের মুখের ঠোঁটে লেগে আছে খুব বিদ্বেষে , বিক্ষোভে , আতঙ্কে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *